সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদশাপুত্রের জীবনের প্রথম অভিনয়। প্রকাশ্যে এল এবার তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’র ফার্স্ট লুক ও তার প্রচার ঝলক। আরিয়ানের ডেবিউ ওয়েব সিরিজে শুরু থেকে শেষ অবধি কিং খানের সহজাত ভঙ্গিমা ফুটে উঠেছে তাঁর আত্মজর মধ্যে। আরিয়ানকে দেখে ‘ছোটে বাদশা’ বললেও ভুল হবে না। শুধু অভিনয়ই নয় এই সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন আরিয়ান নিজে।
আরিয়ানের ডেবিউ ওয়েব সিরিজের টিজারের শুরুতেই বাজতে দেখা যাচ্ছে ‘মহব্বতে’ ছবির সেই সিগনেচার ভায়োলিন সঙ্গে সেই সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’। যা মনে করিয়ে দেবে বহু বছর আগের সেই ছবির কথা। টিজারের শুরুতেই প্রথমে রোম্যান্টিক দৃশ্য দেখালেও আরিয়ান এন্ট্রি নেওয়ার পরই ছবিটা বেশ অন্যরকম হয়ে যায়। কিছুটা রোম্যান্স আর কিছুটা অ্যাকশন। এখানেই শেষ নয়য় আরিয়ানকে অলতে শোনা যায় ‘বলিউড জিসসে আপনে সালো সে প্যায়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা।’তার মুখে এই সংলাপ শুনে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, আরিয়ান তাঁর প্রথম সিরিজ তাঁর বাবা বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে ডেডিকেট করছেন।
টিজার দেখার সঙ্গে সঙ্গে দর্শকমনে এক অন্য উন্মাদনা শুরু হয়েছে আরিয়ানের নতুন কাজ ঘিরে। গৌরী খান প্রযোজিত, আরিয়ান পরিচালিত ও অভিনীত এই সিরিজটির নেটফ্লিক্সে চলতি বছরের শেষে স্ট্রিমিং শুরু হবে। যদিও তার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। এই সিরিজে আরিয়ান খান ছাড়াও অভিনয় করছেন ববি দেওল, সাহের সাম্বা, লক্ষ্য, মণীশ চৌধুরী, গৌতমী কাপুর প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.