Advertisement
Advertisement
Aryan Khan

নোরার পর এবার পাকিস্তানি অভিনেত্রীর প্রেমে শাহরুখপুত্র আরিয়ান! জুটির ছবি ভাইরাল

দুবাইয়ে গিয়েই প্রেমে পড়েছেন আরিয়ান!

Aryan Khan’s picture with Pakistani actor Sadia Khan sparks dating rumours | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 9, 2023 6:08 pm
  • Updated:January 9, 2023 6:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই রটে গিয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খান নাকি নোরা ফতেহির প্রেমে পড়েছেন। এমনকী, শোনা গিয়েছিল মুম্বইয়ের এদিক ওদিক নাকি দেখা যাচ্ছে আরিয়ান ও নোরাকে। ঠিক এরই মাঝে রটল, শুধু নোরা নয়। আরিয়ান এখন মজেছেন পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানে! হ্যাঁ, মরোক্কান সুন্দরী নোরার পর এবার পাকিস্তানি অভিনেত্রী সাদিয়ার রূপে মুগ্ধ আরিয়ান (Aryan Khan)।

Advertisement

বছর শেষে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন আরিয়ান। সূত্র বলছে, দুবাইয়েই আলাপ হয় আরিয়ান ও সাদিয়ার। বন্ধুত্বও নাকি জমে ওঠে। একসঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছবিও দেন আরিয়ান ও সাদিয়া। ব্যস, সেই ছবি দেখেই হইচই পড়ে যায় বলিউডে। তবে নোরার মতো, সাদিয়ার ব্যাপারেও একেবারে চুপ আরিয়ান খান।

[আরও পড়ুন: বিতর্ককে পিছনে ফেলল ‘প্রজাপতি’, সিনেমার সমাবর্তনে সেরা মিঠুন-দেব জুটি]

প্রসঙ্গত, নোরা ও আরিয়ানের এক বন্ধু দুজনের ছবি পোস্ট করে লিখলেন, তোমাদের একসঙ্গে দেখে ভাল লাগল। ব্যস, এই ছবি নিয়েই শুরু হল শোরগোল। তারপর থেকে পাপারাৎজ্জিদের নজরে আরিয়ান ও নোরা। শোনা যাচ্ছে, মুম্বইয়ের বহু নাইটক্লাব ও কফি শপেও দেখা গিয়েছে এই দুজনকে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ নোরা ও আরিয়ান।

এতদিন শোনা যাচ্ছিল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ আরিয়ান। এমনকী, আরিয়ান যখন মাদককাণ্ডে জড়িয়ে পড়ে, তখন পাশে ছিলেন অনন্যাই। তবে এসব এখন অতীত। আরিয়ানের নজর এখন নোরার দিকে। এখন আবার সে নজরও সরেছে। আরিয়ান এখন মজেছেন সাদিয়ার প্রেম। তবে ব্যাপারটা কতটা সত্যি তা বলবে সময়।

[আরও পড়ুন: ‘শ্বাস থাকলেও মেয়েকে দূরের হাসপাতালে নিয়ে যায়’, সিজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার মা]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ