Advertisement
Advertisement
Iman Chakraborty

শ্রোতার জোরজুলুম ‘হিন্দি গান শুনব’, প্রতিবাদী ইমনের গর্জন, ‘চুলের মুঠি ধরে বের করে…’

শ্রোতাদের 'অন্যায় আবদারে' ক্ষুব্ধ ইমন। কী বললেন গায়িকা?

Audience asked to sing Hindi song, Iman Chakraborty gave befitting reply
Published by: Sandipta Bhanja
  • Posted:December 7, 2024 12:44 pm
  • Updated:December 7, 2024 12:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় থেকে বাংলা ভাষা বললে ‘বাংলাদেশি’ তকমা সাঁটা হয়। খুব বেশি দিন হয়নি সেই ঘটনার। সম্প্রতি শহরতলীর এক অনুষ্ঠানে ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) বাংলা গান ছেড়ে হিন্দি গান ধরার জন্য জোরজুলুম করা হয়। কড়া ভাষায় তার জবাব দিয়েছিলেন গায়িকা। শুক্রবার রাজারহাটের আরেক অনুষ্ঠানেও সেই একই অন্যায় আবদার- ‘বাংলা গান শুনব না, হিন্দি গান করুন।’ শ্রোতাদের ভিড় থেকে এহেন ‘অন্যায় আবদার’ শুনেই মারাত্মক চটলেন ইমন। কড়া ভাষায় প্রতিবাদ করতেও ছাড়লেন না।

Advertisement

এবার আরও ঝাঁজালো গায়িকা। অনুষ্ঠানের মঞ্চ থেকেই ইমন চক্রবর্তী বললেন, “জোরের সঙ্গে বলা যে, আমি বাংলা গান শুনব না- এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবে না বলছ?” এখানেই অবশ্য থামেননি গায়িকা। ইমনের সংযোজন, “এই রাজ্যের নাম বাংলা।
পাঞ্জাবি গান হোক বা মারাঠি গান কিংবা ইংরেজি গান, যা শোনার নিজের বাড়িতে শোনো। কিন্তু তোমার সাহস হল কী করে, আমায় বাংলা গান গাইতে না বলার? এই সাহস কে দিল? এই ভন্ডামিগুলো কোরো না। সাহস থাকলে স্টেজে এসো।” গায়িকা এহেন প্রতিবাদের ভিডিও সোশাল মিডিয়ায় দাবানল গতিতে ভাইরাল।

ইমনকে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করে ভালোবাসা জানিয়েছেন বাংলাপক্ষের গর্গ চট্টোপাধ্যায়ও। এই অবশ্য প্রথম নয়। বছর কয়েক আগে নচিকেতা চক্রবর্তীর এক অনুষ্ঠানেও বাংলা গান ছেড়ে হিন্দি গান করার আবদার জানিয়েছিলেন জনৈক। তা শুনেই গর্জে ওঠেন গায়ক। বাংলার শিল্পীদের অনেকেই কলকাতা হোক বা শহরতলীতে অনুষ্ঠান করতে গিয়ে এহেন পরিস্থিতির শিকার হয়েছেন। কেউ প্রতিবাদ করেছেন আবার কেউ বা শ্রোতাদের আবদার রেখেছেন। তবে এবার প্রশ্ন, ‘বাংলায় থেকেই কি বাঙালি কোণঠাসা?’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ