ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের আইপিএলের সময়ের কথা। আচমকাই চর্চায় বিরাট কোহলি। না, ক্রিকেটের জন্য নয়। বরং লাস্যময়ী অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অভনীত কউরের ছবিতে ‘লাভ’ রিঅ্যাক্ট দিয়ে। পরে সেই কাণ্ডের এক আজব ব্যাখ্যাও দেন। ঘটনার মাস তিনেকের বেশি সময় পর অবশেষে সেই ‘লাভ’ নিয়ে প্রতিক্রিয়া দিলেন অভনীত।
১ মে ছিল অনুষ্কা শর্মার জন্মদিন। সেই উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে বেশি আবেগঘন পোস্টও করেছিলেন কোহলি। তারপরই দেখা যায়, অভনীতের একটি স্বল্পবসনা ছবিতে ‘লাভ’ দিয়ে বসে আছেন কোহলি। তাও সেটা অভনীত নিজে করেননি। তাঁর একটি ফ্যান পেজ থেকে করা হয়। তারপরই চর্চা শুরু হয়, হঠাৎ কী হল কোহলির?
অবশেষে সেই ঘটনা নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিলেন অভনীত। সম্প্রতি নিজের সিনেমার ট্রেলার লঞ্চে এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়, “আপনি তো অনেক বড় সেলিব্রিটির থেকে ‘লাভ’ পেয়েছেন। অনেকে আপনার ছবিতে ‘লাভ’ দেয়। সেটা নিয়ে আপনি কী বলবেন?” অভনীতের উত্তর, “এরকমভাবেই ভালোবাসা পেতে থাকি। আর কীই বা বলব?”
আসলে এই বিতর্কে আরেক রকম ‘লাভ’ হয়েছে অভনীতের। সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়ার বেড়েছে। নামও অনেক বেশি ছড়িয়ে পড়েছে। এমনকী তাঁর উইম্বলডনের ম্যাচ দেখতে যাওয়ার ছবিও ভাইরাল হয়। কারণ স্ত্রী অনুষ্কাকে নিয়ে নোভাক জকোভিচের সেই ম্যাচ দেখতে গিয়েছিলেন বিরাট কোহলি। দুটো ঘটনাকে মেলাতে ছাড়েননি নেটিজেনরা।
কিন্তু যেখান থেকে বিতর্কের সূত্রপাত, অর্থাৎ বিরাটের ‘লাভ’ দেওয়া, সেটা কেন হল? কোহলির ব্যাখ্যা ছিল, ‘যখন আমি আমার ফিড পরিষ্কার করছিলাম, তখন হয়তো অ্যালগোরিদমের জন্য ভুল করে কোনও ঘটনা ঘটেছে। এর পিছনে আমার কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না। আমি সকলকে অনুরোধ করছি, এই নিয়ে অকারণে কোনও চর্চা না হোক। বিষয়টা বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।’ কিন্তু তাতে কি আর চর্চা থামে? তিন মাসের বেশি কেটে গেলেও চর্চা কিন্তু থামছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.