Advertisement
Advertisement
Ayendri Roy

বড় পর্দায় ডেবিউ আয়েন্দ্রির, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

শুক্রবার নিজেই সোশাল মিডিয়ায় নিজের নতুন কাজ নিয়ে জানান অভিনেত্রী।

Ayendri Roy shared about her tollywood debut film

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:August 29, 2025 8:34 pm
  • Updated:August 29, 2025 8:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী আয়েন্দ্রি রায়। ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। সিংহভাগ সময়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। এবার নতুন চরিত্রে নতুন ভাবে ধরা দেবেন তিনি। শুক্রবার নিজেই সোশাল মিডিয়ায় নিজের নতুন কাজ নিয়ে জানান অভিনেত্রী।

Advertisement

টলিউডে আয়েন্দ্রির প্রথম সিনেমার লুকে একটি ছবি তুলে পোস্ট করেন এদিন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, ‘এই মাসেও আলাদা ধরনের কিছু কাজ করছি বরাবরের মতো।’ বলে রাখা ভালো পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি ‘মন মানে না’তে দেখা যাবে আয়েন্দ্রিকে। ছবিতে অভিনয় করবেন সৌম্য মুখোপাধ্যায়, হিয়া চট্টোপাধ্যায় প্রম্যুখ। উল্লেখ্য শাশ্বতকন্যারও এটি ডেবিউ ছবি। ছবিতে রয়েছেন ছোট পর্দার আরও এক জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস।

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং। আগামী নভেম্বরে মুক্তি পাবে এই ছবি। কলকাতা-সহ দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় চলেছে ছবির শুটিং। ছবির শেষ দফার শুটিংয়ের কাজ সম্প্রতি শেষ হয়েছে শহরেই। উল্লেখ্য, এর আগে ওপার বাংলার ছবিতে আয়েন্দ্রি অভিনয় করলেও টলিউডে এটিই তাঁর প্রথম কাজ। আর এই কাজ নিয়ে যে অভিনেত্রী ইতিমধ্যেই বেশ উচ্ছ্বসিত তা তাঁর সোশাল মিডিয়া পোস্ট থেকেই পরিষ্কার। শুধু তাই নয় বাংলার পাশাপাশি হিন্দি টেলিভিশনেও কাজ শুরু করেছেন আয়েন্দ্রি। সব মিলিয়ে বলা যায় তিনি এখন বেশ ব্যস্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ