Advertisement
Advertisement
Ayesha Takia

বিমানবন্দরে যৌন হেনস্তার শিকার আয়েশা টাকিয়া! বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর স্বামীর

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগও জানিয়েছেন আয়েশার স্বামী।

Ayesha Takia’s husband Farhan Azmi shares what they faced at Goa airport recently | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 9, 2022 9:51 pm
  • Updated:April 9, 2022 9:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়া বিমানবন্দরে যৌন হেনস্তার শিকার আয়েশা টাকিয়া (Ayesha Takia)। টুইটারে এমনই অভিযোগ করেছেন তাঁর স্বামী ফারহান আজমি। তাঁদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ ফারহানের। টুইটারে ছবি শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। 

Advertisement

Ayesha Takia

মিষ্টি চেহারার আয়েশা বলিউডে বেশ জনপ্রিয় ছিলেন। সলমন খানের ‘ওয়ান্টেড’ নায়িকা ছিলেন তিনি। শাহিদ কাপুরের সঙ্গেও স্ক্রিনস্পেস শেয়ার করেছেন। সমাজবাদী পার্টির নেতা আবু আজমির পুত্র ফারহানের সঙ্গে ২০০৯ সালে আয়েশার বিয়ে হয়। পেশায় ব্যবসায়ী ফারহান। দু’জনের এক পুত্র সন্তানও রয়েছে। 

[আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার ৬ দিন পর প্রথম পোস্ট, শারীরিক অবস্থা নিয়ে কী লিখলেন মালাইকা?]

এখন আর অভিনয় করেন না। পুরোদমে সংসারী আয়েশা টাকিয়া। কিন্তু শান্তি নেই তাঁর জীবনে। টুইটারে অভিনেত্রীর স্বামী আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুরের নাম উল্লেখ করে অভিযোগ জানিয়েছেন। ফারহানের বক্তব্য অনুযায়ী, আয়েশা ও তাঁর পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে তাঁদের সঙ্গে উচ্চস্বরে কথা বলা হয়েছে। এর পাশাপাশি যৌন হেনস্তা এবং বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। 

Farhan Azmi Tweet

উল্লেখ্য, এর আগেও হেনস্তার অভিযোগে সরব হয়েছিলেন ফারহান। এক মামলাকারী তাঁর স্ত্রী আয়েশা, মা ও বোনকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে, হেনস্তা করে যাচ্ছে অথচ মুম্বই পুলিশ এবং ডিসিপি দাহিয়া তাঁর কোনও অভিযোগই নিতে চাইছেন না বলে অভিযোগ ছিল তাঁর। অবৈধভাবে তাঁর ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করার অভিযোগ জানিয়েছিলেন ফারহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছিলেন। যদিও ফারহানের টুইটের পর গোয়া বিমানবন্দরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: এবার হিরো আলমের সঙ্গে জুটি বাঁধলেন ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকর, একসঙ্গে গাইলেন গান]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ