সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এবার রক্তগঙ্গা বইবে…’, টিজারেই গর্জন ছেড়েছিলেন টাইগার শ্রফ! এবার ‘বাগি ৪’-এর ট্রেলারে যেন সেকথাই প্রমাণ করলেন অভিনেতা। ‘বাগি’র চতুর্থ ফ্র্যাঞ্চাইজির ঝলকে একেবারে ভিন্ন অবতারে দেখা গেল তাঁকে। কখনও হাতে দৈত্যকার ‘বুচার নাইফ’, কখনও আবার দাঁ-কুড়ুল, টাইগারের অস্ত্র হিসেবে বাদ গেল না কিছুই! ঠোঁটে ধরা কখনও লোহার রড আবার কখনও বা সিগারেট। কোনও দিকে ভ্রুক্ষেপ নেই। ধারালো অস্ত্রের কোপে একের পর এক শত্রুকে ধরাশায়ী করে চলেছেন। চারদিকে রক্তবন্যা। ফিনকি দিয়ে বেরনো শত্রুর রক্তে যেন স্নান করে এসেছেন টাইগার। ‘বাগি ৪’-এর ট্রেলারে ভয়ংকর হিংস্রতার ঝলক দেখালেন অভিনেতা। তাতেই বলিউড, নেটভুবনজুড়ে একটাই কথা, ‘এই ছবি তো অ্যানিম্যালকেও হার মানাবে।’
শনিবার মুক্তি পেল ‘বাগি ৪’-এর ট্রেলার। যেখানে সঞ্জয় দত্তের সম্মুখ সমরে দেখা যাবে টাইগার শ্রফকে। সঞ্জুবাবা এই গল্পের ভিলেন। আচমকাই টাইগারের প্রেমিকার উধাও হয়ে যাওয়ার নেপথ্যে তিনি। এহেন প্লটকে কেন্দ্র করেই এগিয়েছে ‘বাগি ৪’-এর গল্প। ট্রেলারের ঝলকে তেমন আভাসই পাওয়া গেল। সোনম বাজওয়া থেকে হরনাজ সাধু প্রত্যেকেই নজর কাড়লেন রক্তাক্ত চেহারায়। প্রেম-প্রতিশোধ, রোম্যান্স থেকে অ্যাকশন, বিনোদনের সব উপকরণই মজুত ‘বাগি ৪’ ছবিতে।
ভক্তদের উল্লাস, ‘রনি (টাইগার) এবার আরও ভয়ঙ্কর খেলায় মেতেছে।’এযাবৎকাল বলিউডে অ্যাকশন হিরোর নাম উঠলেই অক্ষয় কুমার, বিদ্যুৎ জামওয়াল কিংবা জন আব্রাহামদের পাশাপাশি শাহরুখ-সলমনের নাম শোনা যেত। তবে ‘বাগি ৪’-এর দৌলতে যে সেই তালিকার শীর্ষে নাম লেখাতে চলেছেন টাইগার, তা বলাই বাহুল্য। তেইশ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এ রক্তারক্তি, অ্যাকশন দেখে অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল। অযাচিতভাবে মারপিটের দৃশ্য রাখার পাশাপাশি হিংস্রতার প্রচার করার অভিযোগও উঠেছিল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার উপর। তবে বাগির চতুর্থ ফ্র্যাঞ্চাইজির ট্রেলার দেখে সিনেদর্শকদের মত, ‘এই ছবি তো অ্যাকশন, রক্তারক্তি, হিংস্রতার নীরিখে অ্যানিম্যালকেও ছাপিয়ে যাবে।’ একাংশ আবার বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সে ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে সাযুজ্য খুঁজে পেল। এককথায়, সোমবার নেটভুবনজুড়ে শুধুই চর্চিত ‘বাগি ৪’। সেটা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার জন্য হোক কিংবা টাইগারের ‘হিংস্র’ অবতারের জন্য হোক।
View this post on Instagram
ট্রেলার দেখে আবার অনেকে রণবীর কাপুরের সঙ্গে টাইগার শ্রফের তুলনা টেনেছেন। কারও মতে আবার, ‘প্রচেষ্টা ভালোই, তবে রণবীরই আসল গুরু! ওঁকে টপকানো দায়।’ ‘হিরোপন্তি’ স্টার বলিউডের বক্স অফিসে সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে না পারলেও মাল্টি স্টারার ছবিতে কিন্তু তাঁর কদর কম নয়। ‘বড়ে মিঞা’ অক্ষয় কুমারের ‘ছোটে মিঞা’ হয়ে অ্যাকশন তারকা হিসেবে ধরা দিয়েছেন। সেই ছবি অবশ্য বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এদিকে গতবছর রোহিত শেট্টির তারকাখচিত ‘সিংহম এগেইন’ ছবিতে লক্ষ্মণ বেশে রাম অজয় দেবগণের পাশে থেকে প্রশংসা কুড়িয়েছেন। এবার ‘বাগি ৪’-এর ট্রেলারে হাড়হিম করা অবতারে ধরা দিলেন টাইগার শ্রফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.