Advertisement
Advertisement

Breaking News

Badal Sarkar

এবার বড়পর্দায় বাদল সরকারের ‘পাগলা ঘোড়া’, জন্মশতবর্ষে শ্রদ্ধা কিংবদন্তি নাট্যকারকে

শেখর দাসের পরিচালনায় এই ছবিতে দর্শক মুখ্য চরিত্রে দেখতে পাবেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত প্রমুখ।

Badal Sarkar play pagla ghoda now in big screen

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:June 17, 2025 6:11 pm
  • Updated:June 17, 2025 6:17 pm  

শম্পালী মৌলিক: ভারতীয় নাট্যজগতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব বাদল সরকার। তাঁরা বিভিন্ন কালজয়ী নাটকে আজও মুগ্ধ নাট্যপ্রেমীরা। বাংলা তথা ভারতীয় নাট্যজগতে তিনি নিয়ে এসেছিলেন অন্য এক জোয়ার। আর তাই তাঁর পরবর্তী প্রজন্মের পরিচালকেরাও বড়পর্দায় কাজের ক্ষেত্রেও তাঁর উপর অগাধ আস্থা রাখতে শুরু করেছেন। তার প্রমাণ মিলছে ‘বল্লভপুরের রূপকথা’ নাটকের সফল ও জনপ্রিয় চলচ্চিত্রায়নে। এবার ফের সেলুলয়েডে বাদল সরকারের নাটক।

চলতি বছরে কিংবদন্তি নাট্যকারের জন্মশতবর্ষ। সেই উপলক্ষে তাঁরই কাজের হাত ধরে তাঁকে শ্রদ্ধা জানাতে চলেছেন পরিচালক শেখর দাস। বলাই যায় এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। বাদল সরকারের ‘পাগলা ঘোড়া’কে তিনি নিয়ে আসছেন রুপোলি পর্দায়।

ফাইল ছবি

বুধবারই শহরে আয়োজন করা হয়েছে সাংবাদিক সম্মেলনের। সেখানে পরিচালক বিস্তারিত জানাবেন তাঁর নতুন প্রোজেক্ট সম্পর্কে। তার আগে নতুন এই ছবি নিয়ে জানতে সংবাদ প্রতিদিন ডিজিটাল সরাসরি যোগাযোগ করেছিল পরিচালক শেখর দাসের সঙ্গে। নতুন ছবি নিয়ে পরিচালক বললেন, “এই কাজটা করার আমার বহুদিনের ইচ্ছে। বাদলদা বেশ কিছু নাটক লিখেছিলেন সিনেমার স্মৃতিতে। বিদেশে থাকতে উনি প্রচুর সিনেমা দেখতেন। তখনই সেই নাটকগুলি লিখেছিলেন। আমি নিজেও একসময় চুটিয়ে নাটক করেছি। যদিও এখন আর মঞ্চে অভিনয় করা হয়ে ওঠে না। বর্তমানে একজন চিত্রপরিচালক হিসাবে দেখতে চাইছি বাদলদার নাটকের মধ্যে সিনেম্যাটিক এলিমেন্ট আছে কিনা”।

ফাইল ছবি

শেখর দাসের পরিচালনায় এই ছবিতে দর্শকরা মুখ্য চরিত্রে দেখতে পাবেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, সুজন মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখকে। শোনা যাচ্ছে বাদল সরকারের নাটকে তৃপ্তি মিত্র ও শাঁওলি মিত্রের অভিনয় করে আসা চরিত্রে এবার দেখা যাবে গার্গীকে। জানা যাচ্ছে কলকাতা জুড়ে চলবে এই ছবির শুটিং। এর আগে বাদল সরকারের ‘বল্লভপুরের রূপকথা’ নাটকটি বড়পর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালনা করেছিলেন রুপোলি পর্দার জনপ্রিয় নায়ক অনির্বাণ ভট্টাচার্য। আর তাই এবারও নাট্যপ্রেমী ও সিনেপ্রেমীদের যে নতুন এই ছবি নিয়েও একটা বড় প্রত্যাশার জায়গা রয়েছে তা বলাই বাহুল্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement