সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদশা বনাম অরিজিৎ সিং! না, না, গানের লড়াই নয়। বরং স্কুটি দৌড়! ভাবছেন ব্যাপারটা কি? হ্যাঁ, এরকমই কাণ্ড ঘটে গেল জিয়াগঞ্জে। যেখানে অরিজিৎ সিংয়ের সঙ্গে স্কুটি চালালেন জনপ্রিয় র্যাপার বাদাশ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখা মাত্রই অনুরাগীদের মধ্য়ে শোরগোল।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন এক প্রোজেক্টের জন্য আলোচনা করতেই জিয়াগঞ্জে গিয়েছেন বাদশা। নিজের সেলেবমার্কা লাইফস্টাইল ছেড়ে অরিজিতের মতো সাধারণভাবে থেকেছেন বাদশাও।
জনপ্রিয় গায়ক তিনি। কিন্তু অরিজিৎ সিংয়ের আদব কায়দা দেখলে তা বুঝতে পারা খুব কঠিন। মুম্বইয়ের ঝাঁ চকচকে বাড়ি ছেড়ে, সেলেব-সুলভ লাইফস্টাইল ছেড়ে, মুশির্দাবাদের জিয়াগঞ্জে স্কুটিতে চড়েই এদিক ওদিক ঘুরে বেড়ান অরিজিৎ। পাড়ার মোড়ে আড্ডা দেন ছোটবেলার বন্ধুদের সঙ্গে। অরিজিতের এমন স্বভাবই তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে। এরকম মানুষকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা জিয়াগঞ্জের মানুষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.