সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই পেরিয়েছে ৫৫তম জন্মদিন। সেদিন থেকে সোশ্যাল মিডিয়ার চর্চায় মিলিন্দ সোমন (Milind Soman)। গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়নোর ছবি পোস্ট করা মাত্রই নেটদুনিয়ায় শুরু হয়ে যায় আলোচনা। অনেকেই প্রাক্তন সুপারমডেল তথা অভিনেতার প্রশংসা করেন। তবে কেউ কেউ আবার নিন্দায় সরব হন। অভিযোগ দায়ের হয় মিলিন্দের বিরুদ্ধে। এই তরজার মধ্যেই ফের এক সাহসী ছবি আপলোড করেছেন মিলিন্দ।
ক্লোজ-আপ অ্যাঙ্গেলে তোলা ছবিতে দেখা যাচ্ছে, মিলিন্দের মুখ ভরতি সিঁদুর। চোখে টানা কাজল। আর নাকে রয়েছে নথ। আবারও যেন চিরাচরিত চিন্তাধারাকে বিঁধেছেন মিলিন্দ। পাশাপাশি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “ট্রাভেল টিউসডে! জানি, এটা হোলি নয়। কিন্তু কয়েকটা দিন মুম্বইয়ের কাছের কারজাত এলাকায় দারুণ কাজ করছিলাম। খুব শিগগিরই আরও কিছু শেয়ার করব। এবার চেন্নাই যাচ্ছি।”
View this post on Instagram
মিলিন্দের এই ছবির সঙ্গে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’ (Laxmii) সিনেমার লুকের তুলনা টেনেছেন অনেকে। সোমবারই ডিজনি প্লাস হটস্টার মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে অক্ষয় (Akshay Kumar) অভিনীত ছবিটি। সোশ্যাল মিডিয়ায় তেমন ভাল প্রতিক্রিয়া পায়নি ছবিটি। সেই তুলনা টেনেই মিলিন্দকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকে তাঁকে চেন্নাইয়ে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ আবার সম্পূর্ণ ছবি পোস্ট করার দাবি জানিয়েছেন প্রাক্তন সুপারমডেলের কাছে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.