Advertisement
Advertisement
Milind Soman

নগ্নতার পর এবার সিঁদুর ভরতি মুখের ছবি, ফের নেটদুনিয়ার চর্চায় মিলিন্দ সোমন

এবার কী বলছেন নেটিজেনরা?

Bangla News of Milind Soman: Model turned actor's new picture is again trending on social media| Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 10, 2020 1:13 pm
  • Updated:November 10, 2020 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই পেরিয়েছে ৫৫তম জন্মদিন। সেদিন থেকে সোশ্যাল মিডিয়ার চর্চায় মিলিন্দ সোমন (Milind Soman)। গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়নোর ছবি পোস্ট করা মাত্রই নেটদুনিয়ায় শুরু হয়ে যায় আলোচনা। অনেকেই প্রাক্তন সুপারমডেল তথা অভিনেতার প্রশংসা করেন। তবে কেউ কেউ আবার নিন্দায় সরব হন। অভিযোগ দায়ের হয় মিলিন্দের বিরুদ্ধে। এই তরজার মধ্যেই ফের এক সাহসী ছবি আপলোড করেছেন মিলিন্দ।

Advertisement

ক্লোজ-আপ অ্যাঙ্গেলে তোলা ছবিতে দেখা যাচ্ছে, মিলিন্দের মুখ ভরতি সিঁদুর। চোখে টানা কাজল। আর নাকে রয়েছে নথ। আবারও যেন চিরাচরিত চিন্তাধারাকে বিঁধেছেন মিলিন্দ। পাশাপাশি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “ট্রাভেল টিউসডে! জানি, এটা হোলি নয়। কিন্তু কয়েকটা দিন মুম্বইয়ের কাছের কারজাত এলাকায় দারুণ কাজ করছিলাম। খুব শিগগিরই আরও কিছু শেয়ার করব। এবার চেন্নাই যাচ্ছি।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@milindrunning) on

[আরও পড়ুন: ‘লক্ষ্মী’র সাজে আদৌ কি দর্শকদের মন জয় করতে পারলেন অক্ষয়? পড়ুন ফিল্ম রিভিউ]

মিলিন্দের এই ছবির সঙ্গে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’ (Laxmii) সিনেমার লুকের তুলনা টেনেছেন অনেকে। সোমবারই ডিজনি প্লাস হটস্টার মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে অক্ষয় (Akshay Kumar) অভিনীত ছবিটি। সোশ্যাল মিডিয়ায় তেমন ভাল প্রতিক্রিয়া পায়নি ছবিটি। সেই তুলনা টেনেই মিলিন্দকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকে তাঁকে চেন্নাইয়ে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ আবার সম্পূর্ণ ছবি পোস্ট করার দাবি জানিয়েছেন প্রাক্তন সুপারমডেলের কাছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@milindrunning) on

[আরও পড়ুন: নিষিদ্ধ ওষুধ অর্জুন রামপালের বাড়িতে! আর কী বাজেয়াপ্ত করল NCB?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement