ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। দুই বাংলাতেই তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সবটাতেই দর্শক-অনুরাগীদের যথেষ্ট কৌতূহল। শুধু তাই নয় তাঁর সাজপোশাক, রূপচর্চা সবকিছু নিয়েই কৌতূহলীদের উচ্ছ্বাস দেখার মতো। পরীমণির একঢাল চুলও কিন্তু দর্শকের আকর্ষণের কেন্দ্রে।
কিন্তু একসময় তা জৌলুস হারিয়েছিল। সাধের সেই চুল রীতিমতো উঠে গিয়ে অভিনেত্রীর মাথার তালু দেখা যাচ্ছিল। যা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে পরীকে। সেই নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী। ঠিক কী হয়েছিল তাঁর? সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমে পরীমণি বলেন, “আমি এমনিতেও চুল কাটতে পছন্দ করি না। কিন্তু করোনার পর আচমকাই দেখি, মাথার একপাশ থেকে চুল উঠে যাচ্ছে। খুব দুশ্চিন্তায় পড়েছিলাম। সঙ্গে মাথার তালুর ত্বকও অন্যরকম হয়ে গিয়েছিল। যা নিয়ে আমার চিন্তার শেষ ছিল না। কীভাবে এর থেকে মুক্তি পাব জানতাম না। কোনও ধারণাই ছিল না আমার।”
পরীমণি আরও বলেন, “আমার এই রোগ থেকে সেরে উঠতে প্রায় দেড় বছর সময় লেগেছে। বাড়ি থেকে বেরতে পারতাম না। অ্যালোপেশিয়া নামক রোগ হয়েছিল আমার। কী করে মাথায় উঠে যাওয়া চুলের অংশ ঢাকব কীভাবে চিন্তিত ছিলাম। দীর্ঘ চিকিৎসার পর তা থেকে রেহাই পেয়েছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.