Advertisement
Advertisement
Pori Moni

বিমান দুর্ঘটনায় প্রবল মানসিক আঘাত, হাসপাতালে ভর্তি অসুস্থ পরী মণি

এখন কেমন আছেন অভিনেত্রী?

bangladeshi actress porimoni hospitalised due to panic attack

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:July 24, 2025 12:26 pm
  • Updated:July 24, 2025 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই অসুস্থ ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরী মণি। হঠাৎই বুকের ব্যথায় রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। সোশাল মিডিয়ায় নিজের স্বাস্থ্যের অবনতির কথা ভাগ করে নেন অভিনেত্রী।

Advertisement

ঠিক কী হয়েছে তাঁর? সোশাল মিডিয়ায় পোস্ট করে পরী মণি লিখেছেন, ‘প‍্যানিক অ‍্যাটাক মোটেই কোনও সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ংকর হতে পারে! আজ তিনটে রাত কীভাবে পার করছি আমি শুধু জানি। হসপিটালের ডাক্তাররা (মেডিসিন, কার্ডিওলজি এবং সাইকোলজি বিশেষজ্ঞ) সবাই তাদের যথার্থ সাহায্য করে যাচ্ছেন। আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনও চিকিৎসা কি আদৌও কাজে আসতো আমার এই মুহূর্তে! আমি জানি নাহ। আমি শুধু জানি আমার বাচ্চারা আমাকে ছাড়া ভালো থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।’

 

শোনা যাচ্ছে, সোমবার বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বায়ুসেনার বিমা ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটে তারই নানা ছবি, বাবা মায়েদের হাহাকার ও শিশুদের পরিণতি দেখেই নাকি অসুস্থ হয়ে পড়েন পরী। সোমবার বিকেলে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন অভিনেত্রী। সন্ধ্যার পর সেই ব্যথা বাড়তে শুরু করে। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বেশকিছু প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাঁর। সেই রিপোর্ট হাতে এলে তারপর অভিনেত্রীর চিকিৎসক পরবর্তী পদক্ষেপ করবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement