Advertisement
Advertisement
Mainul Ahsan Nobel

‘…কেন এত অচেনা হলে’, কারাগারে ইদের অনুষ্ঠানে নোবেলের গলায় ইঙ্গিতবাহী গান!

ধর্ষণ মামলায় গত একমাস ধরে জেলবন্দি বাংলাদেশি গায়ক।

Bangladeshi singer Mainul Ahsan Nobel sings his signature songs in Eid programme celebrated in jail
Published by: Sucheta Sengupta
  • Posted:June 8, 2025 9:02 pm
  • Updated:June 8, 2025 9:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কণ্ঠে বাংলা গান একসময় নতুন করে প্রাণ পেয়েছিল। একের পর এক হারিয়ে যাওয়া গান থেকে নিজের তৈরি কথা ও সুরের জাদুতে মন মজেছিল আম বাঙালির। প্রতিভার বিকাশে বিস্মিত হয়েছিলেন সঙ্গীতপ্রেমীরা। তবে এহেন প্রতিভাসম্পন্ন গায়কের ব্যক্তিজীবন বড়ই ঝঞ্ঝাময়! ঘনঘন জেলযাত্রায় জীবন বিপর্যস্ত দুই বাংলার জনপ্রিয় গায়ক মইনুল আহসান নোবেল। এই মুহূর্তে যেমন তিনি ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে বন্দি বাংলাদেশের কেরানীগঞ্জের কারাগারে। সেখানে বকরি ইদের অনুষ্ঠানে নিজের সমস্ত ‘সিগনেচার’ গানগুলি গেয়ে মন ভরিয়ে দিলেন নোবেল।

Advertisement
ছবি: ইনস্টাগ্রাম

‘সেই তুমি কেন এত অচেনা হলে/ সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে’ – জনপ্রিয় সঙ্গীতকার আয়ুব বাচ্চুর সৃষ্ট এই গানটি নোবেলের অন্যতম সিগনেচার। বারবার এই গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে তুলে দিয়েছে। বন্দি জীবনে এই গান হয়ত নোবেলের জীবনে এল অন্য ব্যাঞ্জনা নিয়ে। শনিবার কেরানীগঞ্জের কারাগারে ইদের অনুষ্ঠানে তাই তিনি শুরুতেই সেই গান গেয়ে ছড়ালেন জাদু। এরপর তাঁর গলায় বেজে ওঠে জেমসের ‘ভিগি ভিগি’ গানটি। কারাগারের একটা সন্ধ্যা এভাবেই সুরে সুরে কেটে গেল। খুশি অন্য বন্দিরাও। বাংলাদেশের কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মহম্মদ জান্নাত-উল-ফরহাদ জানিয়েছেন, ‘‘আমাদের যেসব কারাগারে বড় জায়গা আছে, সেখানে ইদ পার্বণে বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বড় মাঠ নেই সেখানেও ছোট করে গানবাজনার আয়োজন হয়। শনিবার কেন্দ্রীয় কারাগারে বন্দিরা আনন্দময় পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।’’

নোবেল গত মে মাস থেকে জেলবন্দি। অভিযোগ কম গুরুতর নয়। এক কলেজ ছাত্রীকে বেশ কয়েকমাস আগে বিয়ের প্রস্তাব দেন গায়ক মইনুল আহসান নোবেল। এরপর থেকেই নাকি নিজের বাড়িতে তাঁকে আটকে রেখে নির্যাতন চালিয়ে গিয়েছিলেন নোবেল। শুধু তাই নয়, সেই সমস্ত ছবি ও ভিডিও ফোনে রেকর্ড করে লাগাতার ভয় দেখিয়েছেন বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ। নোবেলের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। ফলে কারাবন্দি তিনি। সেখানেও নিজের পেশাকেই আঁকড়ে রয়েছেন নোবেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ