সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে হয়তো বলিউডি ম্যাজিক। মুম্বই থেকে সোজা চিনে। তবে শুধু বলিউড নয়, বরং বলা ভাল বাপিদার গান, বাপিদার মিউজিকই ঝড় তুলেছে গোটা চিনে। ভাবছেন এ আর নতুন কী? সংগীত পরিচালক বাপি লাহিড়ী (Bappi Lahiri) তো বহু আগে থেকেই বিশ্ববিখ্যাত। তবে এবার গল্পটা একেবারে আলাদা।
ঘটনাটা একটু খোলসা করে বলা যাক। গোটা চিনে এখন জিরো কোভিড পলিসি। কঠোর লকডাউনে রীতিমতো নাভিশ্বাস অবস্থা চিনের মানুষদের। প্রয়োজনীয় সামগ্রীর অভাব দিন দিন বেড়েই চলেছে। সব মিলিয়ে এই লকডাউন পরিস্থিতি নিয়ে খুবই বিরক্ত চিনের জনগণ। ঠিক এই সময়েই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ভাষা হয়ে উঠল বাপি লাহিড়ীর সুর দেওয়া ‘ডিস্কো ডান্সার’ ছবির গান ‘জিমি জিমি আজা আজা’। এই গানের সুরকে কাজে লাগিয়ে একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে চিনের সোশ্য়াল মিডিয়া সাইটে। গানের কথা বদলে দিয়ে তাঁরা গাইছেন “Give me rice, give me rice”।
এই ভিডিও নজরে এসেছে চিনা প্রশাসনেরও। এই ধরনের প্রতিবাদ বন্ধ করতে সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজর দেওয়া হয়েছে। বেশ কিছু ভিডিও নিষিদ্ধও করা হয়েছে।
প্রসঙ্গত, শুধু চিনে নয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনেও শোনা গিয়েছিল এই গান। রুশরা গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে (Ukraine-Russia War) সামরিক অভিযানে নেমেছে। এক মাসের বেশি সময় ধরে চলছে ভয়ংকর যুদ্ধ। সেই ধ্বংসের পৃথিবীতেই ইউক্রেনের বাসিন্দা এক বৃদ্ধার জীবনের রসদ বলিউডের বিখ্যাত সংগীত পরিচালকের অনন্য সৃষ্টি। সম্প্রতি বৃদ্ধার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
বৃদ্ধার নাম হল ইলিনা ভ্লাদিমির (Elena Vladimir)। ইউক্রেনের অন্যদের মতোই ইলিনাও এখন মানুষের তৈরি ‘মৃত্যুপুরী’র বাসিন্দা। তাঁর এলাকাতেও থেকে থেকে আছড়ে পড়ছে রুশ বোমা, ধ্বংস হচ্ছে সম্পত্তি, মৃত্যু হচ্ছে মানুষের। কিন্তু কথায় বলে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ! সম্ভবত এই আদর্শেই বিশ্বাসী ইলিনা। ফলে তিনি মৃত্যুর আগে পর্যন্ত ‘মরতে’ রাজি নন। তাই তাঁকে হাসি মুখে গান গাইতে দেখা গিয়েছে।
Locked down Chinese signing Jie Mi (give me rice)!
— Durgesh Dwivedi ✍🏼 🧲🇮🇳🇺🇸🎻 (@durgeshdwivedi)
আর সেই গান এক বাঙালি সংগীত পরিচালকের বিশ্ববিখ্যাত সৃষ্টি। সদ্য প্রয়াত বাপি লাহিড়ীর ‘জিমি জিমি আজা আজা’ গাইতে দেখা গিয়েছে ইলিনাকে। ইউক্রেনের গোরলোভকার বাসিন্দা ইলিনা জানিয়েছেন, তিনি ভারতীয় সিনেমার ভক্ত। বলিউডের সিনেমা দেখেছেন, গান শুনেছেন। ‘জিমি জিমি আজা আজা’ ভীষণ ভালবাসেন এবং আরেকজনের কথাও বলেছেন মিষ্টি মুখে। তিনি আর কেউ নন, স্বয়ং রাজ কাপুর। ইলিনা জানিয়েছেন, তাঁর অন্যতম প্রিয় নায়ক রাজ। উল্লেখ্য, ইলিনা ইউক্রেনের বাসিন্দা হলেও জন্মসূত্রে রাশিয়ান। ফলে রাজকাপুরের প্রতি তাঁর ভালবাসা থাকাটা স্বাভাবিক। কিন্তু তারচেয়ে বড় কথা ইলিনার এই মানসিকতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.