Advertisement
Advertisement

Breaking News

গালওয়ান সীমান্তে রক্তাক্ত সলমন খান! শুক্রসন্ধ্যায় কোন খবর দিলেন ভাইজান?

কী জানালেন বলিউড সুপারস্টার?

Battle of Galwan first look: Salman Khan looks fierce in uniform
Published by: Sandipta Bhanja
  • Posted:July 4, 2025 7:33 pm
  • Updated:July 4, 2025 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার! কপাল ফেটে গলগলিয়ে রক্ত বেরচ্ছে। সীমান্তে বিধ্বস্ত সলমন খান। শুক্রবার সন্ধেয় বড়সড় খবর দিলেন ভাইজান। আচমকাই কেন এই হাল বলিউড তারকার? খবর আগেই মিলেছিল যে, গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে যে নতুন বলিউড সিনেমা আসছে। এবার সেই ছবিরই টিজার পোস্টার শেয়ার করে মহাচমক দিলেন সলমন। পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন বাদে ‘দাবাং’ অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত দর্শক-অনুরাগীরাও।

সিনেমার নাম ‘ব্যাটল অফ গালওয়ান’। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে একটি সিনেমা তৈরি করতে চলেছেন অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিটি পরিচালনা করেছেন। সেই পরিচালকই এবার দুই প্রতিবেশী দেশের চাপানোতরের কাহিনি পর্দায় তুলে ধরার পরিকল্পনা করেছেন। যেখানে মুখ্য ভূমিকায় সেনাজওয়ানের চরিত্রে দেখা যাবে সলমন খানকে। জর্ডি প্যাটেল অপূর্বর সঙ্গে সলমনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারপরই বলিউড সুপারস্টারের সঙ্গে ছবির চিত্রনাট্য নিয়ে বিস্তর আলোচনা হয় পরিচালকের। অপূর্ব কিছুদিন আগেই ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ উপন্যাসের স্বত্ব কিনেছেন। এই সিনেমার চিত্রনাট্য শুনেই নাকি সলমনের বেশ মনে ধরেছিল। শুধু তাই নয়, সেনা আধিকারিকের চরিত্রে অভিনয় করতে হবে জেনে ভাইজান বেশ উচ্ছ্বসিতও হয়েছিলেন। এবার ‘বিগ ফ্রাইডে’ চমক দিয়ে সেই ছবিরই ঘোষণা করলেন সলমন খান। বলিউড মাধ্যম সূত্রে খবর, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সিনেমার শুটিং শুরু হবে। আর ‘ব্যাটল অফ গালওয়ান’-এর ঝলক দেখেই ভক্তদের ভবিষ্যদ্বাণী, এই সিনেমা ৫০০ কোটির ব্যবসা করবেই।

Amid death threats Salman Khan adds a bulletproof luxury car to his collection

চলতি বছরেই মুক্তি পেয়েছে সলমন অভিনীত ‘সিকন্দর’। আশার আলো দেখিয়েও খুব একটা ব্যবসা করতে পারেনি সেই ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বছর খানেক ধরেই যদিও মন্দা বাজার ভাইজানের। এবার কি তবে পর্দায় দেশভক্তির জোয়ার এনে সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা? তাঁর আগামী ছবির ঝলক দেখে তেমনটাই মনে করছেন একাংশ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় (Galwan Valley) মুখোমুখি হয় ভারত (India) ও চিনের ফৌজ। দুপক্ষের জওয়ানরাই লোহার রড ও কাঁটাতার জড়ানো হাতিয়ার নিয়ে বেশ কয়েক ঘণ্টা লড়াই করে। সেরকম লুকেই টিজার পোস্টারে জওয়ান অবতারে ধরা দিলেন সলমন খান। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। ১৯৭৫ সালে পর এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। সলমন খানকে নিয়ে পর্দায় সেই কাহিনিই তুলে ধরতে চলেছেন পরিচালক অপূর্ব লাখিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement