ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্ল্যামারের আড়ালে লুকিয়ে ভয়ংকর বাস্তব! অভিনয়ের স্বপ্ন দেখিয়ে সুপরিকল্পিতভাবে তরুণীদের দেহব্যবসা চক্রের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ অনুষ্কা মনি মোহন দাসের বিরুদ্ধে। শুক্রবার মুম্বই থেকে বাঙালি অভিনেত্রীকে আটক করে পুলিশ।
জানা গিয়েছে, মুম্বই-আমেদাবাদ হাইওয়ের ধারে একটি মলে ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ। খদ্দের সেজে অনুষ্কার সঙ্গে যোগাযোগ করতে ওই মলে ঢুকেছিল দুই পুলিশকর্মী। খবর, অভিযুক্ত অভিনেত্রী নিজেই ওই বিলাসবহুল মলে ডেকে পাঠিয়েছিলেন তাঁদের। সেখানেই ‘ছদ্মবেশী’ পুলিশের হাত থেকে টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন অনুষ্কা মনি মোহন দাস। সূত্রের খবর, অভিযান চলাকালীন সেখান থেকে উদ্ধার করা হয় আরও দুজন অভিনেত্রীকে। যাঁরা ধারাবাহিক এবং বাংলা সিনেমায় অভিনয় করেন। জানা গিয়েছে, কাজ করার আশায় স্বপ্নের শহরে এসে নিজেদের হারিয়ে ফেলা সেই দুই অভিনেত্রীও অনুষ্কারই চক্রান্তের শিকার। বর্তমানে তাঁদের একটি হোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
প্রসঙ্গত, অতীতে অনুষ্কা মনি মোহন দাস বাংলা ছবিতে কাজ করার পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। একসময়ে সিনেজগতে জমকালো এন্ট্রি, তার পর ‘কর্পূর’-এর মতো উবে যাওয়া এবং অবসাদের শিকার হয়ে বিপথে চালিত হওয়ার উদাহরণ সিনেদুনিয়ায় নতুন নয়। আবারও তেমনই এক ঘটনার পুনরাবৃত্তি। ৪১ বছর বয়সি অভিনেত্রী অনুষ্কা মনি মোহনদাস টলিউড হিট সিনেমা ‘লোফার’-এ কাজ করেছিলেন। রুপোলি জগতের বেশ পরিচিত নাম। ইদানিংকালে মঞ্চ হানি সিং, মিকা সিংদের সঙ্গে মঞ্চ মাতাতেও দেখা গিয়েছে অনুষ্কাকে। সেই অভিনেত্রীই এবার দেহব্যবসা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশের জালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.