Advertisement
Advertisement
Soumitrisha Kundu

বিরতি শেষে কাজে ফেরা, ‘পছন্দের জায়গা’ শুটিং ফ্লোরে ফিরে কী বললেন সৌমিতৃষা?

শুটিং ফ্লোরে ফিরেই দর্শক-অনুরাগীদের কি বললেন সৌমিতৃষা?

bengali actress Soumitrisha Kundu's comebak after break

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:October 12, 2025 1:51 pm
  • Updated:October 12, 2025 6:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্য-রোমাঞ্চ বা থ্রিলারের প্রতি বাঙালির প্রেম আদি ও অকৃত্রিম। সেই টান লক্ষ করা যায় ছবি বা সিরিজের ক্ষেত্রেও। একই ধারা অব্যাহত ‘কালরাত্রি’ সিরিজের ক্ষেত্রেও। এবার আর এক রহস্য সমাধানের অপেক্ষার প্রহর গোনা শেষ হবে দর্শকের। তবে তার সঙ্গেই আরও এক অপেক্ষার অবসান ঘটছে দর্শকের। কারণ তাঁদের পছন্দের অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ফিরছেন দীর্ঘ বিরতির পর পর্দায়। শনিবার নিজের সোশাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

Advertisement

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ‘কালরাত্রি ২’ সিরিজের শুটিং। দ্বিতীয় পর্বের সিরিজের শুটিং শুরু হওয়ার খবর দিয়েছেন এর আগেই সোশাল মিডিয়ায় পরিচালক অয়ন চক্রবর্তী। সেখান থেকেই দর্শকের মনে এই আশা জেগেছিল যে বিরতি শেষে ফের এই সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরছেন সৌমিতৃষা। পছন্দের ‘মিঠাইরানি’কে। ক্ল্যাপস্টিক হাতে নতুন সিরিজের শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করে তাই বোধহয় সৌমিতৃষা ক্যাপশনে লিখেছেন, ‘আমি জানি আমার দর্শক-অনুরাগীরা অপেক্ষা করে আছেন। আপনাদের সকলের ভালোবাসায় আমি সেরে উঠেছি একটু একটু করে এবং আবার আগের ছন্দে ফিরছি। আমার কাছে কাজে ফেরা মানে নতুন শক্তি পাওয়া জীবনে। আমার জন্য আপনারা প্রার্থনা করবেন। অবশেষে আমার প্রিয় পরিচালক অয়ন চক্রবর্তীর সিরিজ ‘কালরাত্রি ২’র শুটিং শুরু হল।’

শারীরিক অসুস্থতার জন্য বেশ অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন সৌমিতৃষা। পিঠের হাড়ের সমস্যায় বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। তার জেরেই অসহ্য যন্ত্রণার শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। যার ফলে কাজ থেকে দূরে ছিলেন তিনি। এবার একটু একটু করে ফিরছেন নিজের সবথেকে পছন্দের জায়গা শুটিং ফ্লোরে ফিরেছেন সৌমিতৃষা। এই সিরিজে তাঁর পাশাপাশি অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্র, দেবেশ চট্টোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, অনুজয় চট্টোপাধ্যায়, সৈরিতি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কালরাত্রি’র দ্বিতীয় সিজন দেখার জন্য আপাতত মুখিয়ে রয়েছেন দর্শক। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ