Advertisement
Advertisement
Srabanti Chatterjee

রোশনের সঙ্গেও বিয়ে ভাঙছে শ্রাবন্তীর? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখেই শুরু জোর জল্পনা

শ্রাবন্তীর সঙ্গে আর থাকছেন না, সেটা নাকি স্বীকারও করে নিয়েছেন রোশন!

Bangla News of Srabanti Chatterjee: Bengali Actress third marriage with Roshan Singh at end? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 3, 2020 2:45 pm
  • Updated:November 3, 2020 9:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিয়ে ভাঙতে চলেছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)! স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। আর তাতে ঘৃতাহুতি দিয়েছে শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। যাতে আর তাঁর স্বামী রোশন সিংয়ের (Roshan Singh) কোনও ছবি নেই। এমনকী রোশনের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলেও শ্রাবন্তীর আর কোনও ছবি নেই।

Advertisement

টলি বিউটি শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং। প্রথমে বিমানসংস্থার কর্মী ছিলেন রোশন। পরের ফিটনেস সংক্রান্ত ব্যবসায় মন দেন। প্রায় এক বছর ধরে সম্পর্কে থাকার পর নাকি শ্রাবন্তী আর রোশন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। চুপিসারেই তৃতীয় বিয়ে সেরেছিলেন। প্রায় ১২ দিন বিষয়টি প্রকাশ্যে আসে রোশন ইনস্টাগ্রামে ছবি আপলোড করায়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে নানা ভালবাসার মুহূর্ত শেয়ার করেছিলেন শ্রাবন্তী। এমনকী, শ্রাবন্তী সঞ্চালিত রিয়ালিটি শো ‘সুপারস্টার পরিবারে’ও রোশন ও তাঁর পরিবারকে দেখা গিয়েছিল। তার কোনও প্রমাণই এখন আর শ্রাবন্তী কিংবা রোশনের প্রোফাইলে নেই।

[আরও পড়ুন: নিউ নর্মালে নেই দর্শক, বন্ধের মুখে কলকাতার এই তিন বিখ্যাত সিনেমা হল]

১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ (Mayar Badhon) সিনেমার মাধ্যমে টলিউডে (Tollywood) প্রবেশ করেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে (Rajiv Kumar Biswas) বিয়ে করেন তিনি। দু’জনের এক ছেলে রয়েছে। নাম ঝিনুক। ২০১৬ সালে শ্রাবন্তী ও রাজীবের ডিভোর্স হয়। তারপর থেকে ঝিনুক মায়ের কাছেই থাকে। সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে (Krishan Vraj) বিয়ে করেন টলি বিউটি। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। শোনা যায়, একটি সিনেমায় নাকি কৃষাণের সঙ্গে শ্রাবন্তীর অভিনয় করার কথা ছিল। কিন্তু দু’জনের মনোমালিন্যের জেরেই সেই প্রজেক্ট বাতিল হয়ে যায়। আলাদা থাকতে শুরু করেন শ্রাবন্তী ও কৃষাণ। ২০১৭ সালে অফিশিয়ালি দু’জনের বিচ্ছেদ হয়। এবার রোশনের সঙ্গেও নাকি শ্রাবন্তীর বিচ্ছেদ আসন্ন। এক সংবাদ মাধ্যমের দাবি, আলাদা থাকার কথা নাকি রোশন স্বীকারও করে নিয়েছেন। যদিও শ্রাবন্তী নাকি তৃতীয় বিয়ে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন।

[আরও পড়ুন: হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে বিপাকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’, অমিতাভের বিরুদ্ধে FIR]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ