Advertisement
Advertisement

Breaking News

Deep Fridge-71st National Award

জাতীয় পুরস্কারের মঞ্চে ফের ইতিহাস গড়ল বাংলা ছবি, সম্মানিত ‘ডিপ ফ্রিজ’

এই বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে ছবির টিম। 

Bengali film again creates history at National Awards, 'Deep Freeze' receives special honor
Published by: Arani Bhattacharya
  • Posted:September 24, 2025 10:26 am
  • Updated:September 24, 2025 10:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবাসরীয় সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এক অন্য আয়োজন। ভারতীয় বিনোদুনিয়ার এ ছিল এক বিশেষ উদযাপনের দিন। আর সেই বিশেষ উদযাপনের মঞ্চে আরও একবার ইতিহাস সৃষ্টি করল বাংলা ছবি। এদিন ৭১ তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেল অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’। এদিন দিল্লির বিজ্ঞানভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবির পরিচালক অর্জুন দত্ত ও প্রযোজক কৃষ্ণ কয়ালের হাতে এই সম্মান তুলে দেন। এদিন এই বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে ছবির টিম। 

Advertisement

 

‘ডিপ ফ্রিজ’ ছবির গল্প মূলত আবর্তিত হয়েছে এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে। যিনি এর আগে ‘অব্যক্ত’, ‘গুলদস্তা’, ‘শ্রীমতী’র মতো সিনেমা উপহার দিয়েছেন বাঙালি দর্শককে। এবার চতুর্থ সিনেমার সুবাদেই জাতীয় পুরস্কার ধরা দিল অর্জুনের হাতে। শুক্র সন্ধেয় সংবাদ প্রতিদিন ডট ইন-এর কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ‘ডিপ ফ্রিজ’-এর দুই অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী।

এর আগে ছবির এই বিশেষ সম্মানপ্রাপ্তি নিয়ে ‘ডিপ ফ্রিজ’ নিয়ে বলতে গিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক জানিয়েছিলেন, ‘এই ছবির শুটিং শুরু হল যখন, তখন মায়ের অসুস্থতার কথা প্রথম জানতে পারি। এমএনডি- এর মতো অসুস্থতার সঙ্গে যুদ্ধ করতে করতে মা চলে গেল। ‘ডিপ ফ্রিজ’-এর ফিল্মিং, পোস্ট প্রোডাকশন, এই পুরো সময়টা জুড়ে মায়ের সেই নিরন্তর যুদ্ধ, অবশেষে চলে যাওয়া। অর্জুনের আক্ষেপ, “মাকে ‘ডিপ ফ্রিজ’ দেখাতে পারিনি। আজ মনে হচ্ছে, আমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি, এ যেন আমার মা উপর থেকে কলকাঠি নাড়িয়ে করে ফেলল! এই পুরস্কারটা আমি তোমায় দিলাম মা, এই পুরস্কার আমার নয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ