Advertisement
Advertisement
Deep Fridge

কবে মুক্তি পাচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘ডিপ ফ্রিজ’? প্রকাশ্যে দিনক্ষণ

মুক্তির আগেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে 'ডিপ ফ্রিজ'।

bengali film Deep Fridge releasing in cinema hall
Published by: Arani Bhattacharya
  • Posted:October 7, 2025 3:39 pm
  • Updated:October 7, 2025 3:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে বলিউড, দক্ষিণী ও বিভিন্ন ভাষার ছবির পাশাপাশি বাংলা বিনোদুনিয়াকে গর্বিত করেছে পরিচালক অর্জুন দত্তের ছবি ‘ডিপ ফ্রিজ’। মুক্তির আগেই এই ছবি বিশেষভাবে প্রশংসিত হয়েছে। জাতীয় পুরস্কার প্রাপ্তির পর এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ডিপ ফ্রিজ’।

Advertisement

সোমবার, প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল এই ছবি মুক্তির দিনক্ষণ। আগামী ২১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অর্জুন দত্তের এই ছবি। এদিন প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়ায় জানানো হয়, ‘এই কোজাগরী লক্ষ্মী পুজোয় আমাদের জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘ডিপ ফ্রিজ’র আনুষ্ঠানিকভাবে পোস্টার লঞ্চ হল। ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ। এই ছবি বড় পর্দায় আসছে আগামী ২১ নভেম্বর। আশা করি আমাদের ছবি সকলের ভালো লাগবে।’

৭১তম জাতীয় পুরস্কারের তালিকায় ‘সেরা বাংলা ছবি’র শিরোপা পায় ‘ডিপ ফ্রিজ’। ‘ডিপ ফ্রিজ’ ছবির গল্প মূলত আবর্তিত হয়েছে এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে। এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে এই ছবি তৈরি করেছেন পরিচালক অর্জুন দত্ত। যিনি এর আগে ‘অব্যক্ত’, ‘গুলদস্তা’, ‘শ্রীমতী’র মতো সিনেমা উপহার দিয়েছেন বাঙালি দর্শককে। এবার চতুর্থ সিনেমার সুবাদেই জাতীয় পুরস্কার ধরা দেয় অর্জুনের হাতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ