সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু জল্পনার অবসান ঘটিয়ে মুক্তির জটিলতা কাটিয়ে আগামী ১৩ জুন বড়পর্দায় আসতে চলেছে সৌকর্য ঘোষালের ছবি ‘পক্ষীরাজের ডিম’। কল্পনা, বিজ্ঞান সমস্ত রকমের উপাদান এই ছবিতে থাকবে বলে শোনা যাচ্ছে। তবে এবার তার কিছুটা আভাস মিলল। রূপকথার গল্পের যে আমেজ তা ফিরিয়ে নিয়ে আসবে এই ছবি। এই ছবির হাত ধরেই ফের বড়পর্দায় রূপকথার ম্যাজিক দেখাতে চলেছেন অনির্বাণ। এই ছবির হাত ধরেই দর্শক ফিরে পাবেন রেনবো জেলির পপিন্স আর ঘোঁতনকে।
শুক্রবার প্রকাশ্যে এলো এই ছবি ট্রেলার। আর গোটা ট্রেলার জুড়ে অঙ্ক নিয়ে নানা বিভ্রাটের ছবি পরিষ্কার। ঘোঁতন অঙ্কে দারুণ কাঁচা। তাকে অঙ্ক শেখালে নাকি আর্কিমিডিস নিজেই অঙ্ক ভুলে যাবেন এমনটাই বলতে শোনা যাচ্ছে ছবির খ্যাপাটে বিজ্ঞানী বটব্যালের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যকে। কিন্তু ঘোঁতন তো নাছোড়বান্দা। সে অঙ্ক নিয়ে যাবতীয় সমস্যার সমাধানে বারবার স্যারের কাছে ছুটে যায়। তারপর একদিন সে এমন একটা জিনিস পায় যা দেখে সে নিজেও চমকে যায়। একটা অদ্ভুত জিনিস হাতে আসে ঘোঁতনের। আর তা ‘পক্ষীরাজের ডিম’ এমনটাও বলতে শোনা যায় ঘোঁতনকে। আর সেই ডিম দিয়েই ছবিতে অনির্বাণকে ঘুষ দেওয়ার কথা ভাবে সে। ঘোঁতন ভাবে তা দিয়ে অঙ্ক নিয়ে জীবনের ন্না সমস্যার হয়তো সমাধান ঘটবে। সেই ঘুষে কি কোনও কাজ আদৌ হবে? সেসব যদিও বোঝা যাবে ছবি মুক্তির পরই।
‘পক্ষীরাজের ডিম’ ছবিতে অনির্বাণের সঙ্গে দেখা যাবে শ্যামল চক্রবর্তীকেও। এর আগে অনির্বাণের ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে দেখা গিয়েছিল এই প্রবীণ অভিনেতাকে ‘মনোহর’ চরিত্রে। অনির্বাণ ভট্টাচার্য ও শ্যামল চক্রবর্তীর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.