সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে কাজ ছাড়া কোনও বিষয় নিয়ে তেমন মন্তব্য করেন না। তবে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর সাড়ে তিন মাস পর মুখ খুলে নেটদুনিয়ার অনেকের বিরাগভাজন হয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ফলস্বরূপ নতুন ছবি ‘লক্ষ্মী বম্ব’-এর (Laxmmi Bomb) ট্রেলার প্রকাশ্যে আসার পর ট্রোল হতে হয়েছিল বলিউডের খিলাড়িকে। সেই ধারা বজায় রইল ছবির নতুন গান ‘বুর্জ খালিফা’ প্রকাশ্যে আসার পর।
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বুর্জখালিফা’ (Burj khalifa) গানটি রবিবারই প্রকাশ্যে এসেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ৩৬ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলছেন গানটি। নিজেদের সুরে গানটি গেয়েছেন শশী এবং ডিজে খুশি। গানের কথা লিখেছেন গগন আহুজা। দুবাইয়ে গিয়ে গানের শুটিং করেছিলেন অক্ষয় কুমার ও নায়িকা কিয়ারা আডবাণী (Kiara Advani) । টুইটারের ট্রেন্ডিং গানটি। অনেকেই তা পছন্দ করেছেন। তবে নেটদুনিয়ার একাংশ আবার কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন ইউটিউবে গান দেখার মানুষের সংখ্যা ঘটা করে জানানো হচ্ছে। লাইক-ডিসলাইক মানে পছন্দ-অপছন্দের সংখ্যা কেন লেখা নেই? কেউ আবার বিদ্রুপ করে লিখেছেন, গানটি শুনলে বুর্জখালিফা আত্মহত্যা করবে।
Aaj v suicide krni ki soch rha hoga bhai😂😂
— Being Aryan (@beingAryan0404)
Why hide like and dislike numbers?
— Sachin Mahida (@jiggtalk)
২০১১ সালে মুক্তি পাওয়া হরর কমেডি ঘরানার তামিল ছবি ‘কাঞ্চনা’র (Kanchana) অফিশিয়াল রিমেক ‘লক্ষ্মী বম্ব’। ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে। এর আগে ছবির নায়ক-নায়িকার নাম নিয়ে প্রশ্ন তুলেছিল নেটদুনিয়ার একাংশ। ‘লাভ জিহাদ’-এর প্রচার করার অভিযোগ উঠেছিল।
Name of movie –
Release on Hindu festival – DiwaliActor Name – Asif
Actress Name – PriyaWhy it isn’t “AllahBomb” even in real life they shout allah hu akbar and then boom still they try to defame hindu gods
Why they r promoting
LOVE JIHAD ?— 🚩बनूँगा कारसेवक🚩 (@ShivHindu879)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.