Advertisement
Advertisement
Bangla web Series

ঋতুপর্ণকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তৈরি সিরিজ ‘উৎসবের পরে’, প্রকাশ্যে শুটিংয়ের বিশেষ ছবি

পুজোর মরশুমেই মুক্তি পাচ্ছে সিরিজটি। জানেন কোথায়?

Bengali news of New Bangla Series: 'Utshober Pore' to stream after Durga Puja, here are some pictures of shooting | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 5, 2020 6:50 pm
  • Updated:October 9, 2020 3:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) পরিচালিত ‘উৎসব’। ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন পরিচালক। দু’দশক আগে কলেজে পড়ার সময় ছবিটি দেখেছিলেন পরিচালক অভিনন্দন দত্ত (Abhinandan Dutta)। ‘উৎসব’-এ অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন চিত্রনাট্য। সেই চিত্রনাট্যের উপর ভিত্তি করেই তৈরি করেছেন ওয়েব সিরিজ ‘উৎসবের পরে’ (Utshober Pore)। পুজোর মরশুমেই মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজটি (Web series)। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, ঐশ্বর্য সেন, সেঁজুতি মুখোপাধ্যায়-সহ একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রী। প্রকাশ্যে এসেছে ছবির শুটিংয়ের কিছু মূহূর্ত।

Advertisement

২০১১ সালের প্রেক্ষাপটে তৈরি অভিনন্দনের এই সিরিজ। দুর্গাপুজো, পারিবারিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের ছোঁয়াও রয়েছে। সমসাময়িক রাজনীতির পাশাপাশি যেমন চারের দশকের কাহিনি উঠে এসেছে, তেমনই দেখানো হয়েছে সাতের দশকের নকশাল যুগ। এই নকশাল যুগের প্রেক্ষাপটে সক্রিয় কৌশিক সেন (Kaushik Sen) চরিত্রটি, যে পরবর্তীকালে সব কিছু ছেড়ে বিদেশে চলে যায়। এরপর দুর্গাপুজো (Durga Puja) উপলক্ষে কলকাতায় ফেরে সে, তখনই ফিরে আসে অতীতের অস্বস্তি।

[আরও পড়ুন: ফের নক্ষত্রপতন, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা-সংগীতশিল্পী শক্তি ঠাকুর]

অন্যদিকে ঋতব্রত মুখোপাধ্য়ায়ের (Rwitobroto Mukherjee) চরিত্রের নাম ঋক। ফিল্ম স্কুলে পড়া ঋক পরিচালক হওয়ার স্বপ্ন দেখে। পাশাপাশি তাঁর রাজনৈতিক মতাদর্শও প্রবল।  ঘটনাচক্রে রিয়েল লাইফে ঋতব্রতর ডাকনামও ঋক। চরিত্রের জন্য নিজের লুকও পালটে ফেলেছেন শান্তিলাল-পুত্র। মীনার চরিত্রে অভিনয় করেছেন ঈশানী সেনগুপ্ত (Ishani Sengupta)।

অভিনন্দনের পরিচালনায় সিরিজের ক্যামেরার দায়িত্ব সামলেছেন মৃণ্ময় নন্দী। নেপথ্য সংগীত পরিচালনা করেছেন ময়ূখ এবং মৈনাক জুটি। সব ঠিক থাকলে এ বছর দুর্গাপুজোর পরেই মুক্তি পাবে সিরিজটি। দেখা যাবে আড্ডা টাইমসে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@_rwitobroto_) on

[আরও পড়ুন: বলিউডে ডেবিউ করতে চলেছেন সুস্মিতা-কন্যা রেনে! প্রকাশ্যে শুটিংয়ের ছবি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ