Advertisement
Advertisement
Mir Afsar Ali

পরনে নেই পাজামা, খাটের উপর দাঁড়িয়ে লাস্যে ভরা নাচ মীরের, দেখুন ভিডিও

প্রিয় নায়িকাদের দেখেই এমন নাচ শিখেছেন বলে দাবি মীরের।

Bengali star Mir Afsar Ali posted hilarious video on social media | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 14, 2022 4:24 pm
  • Updated:June 14, 2022 4:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং বড্ড একঘেয়ে। কী করা যায়? পরনের পাজামাটি না পরেই খাটের উপরে দাঁড়িয়ে ‘আইটেম ডান্স’ করা যায়। আর এমন কাণ্ড একজনই করতে পারেন। তিনি হলেন মীর আফসার আলি (Mir Afsar Ali)।  নিজের এই কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছেন তিনি। 

Advertisement

Mir Afsar Ali

শহরের এক পাঁচতারা হোটেলে শুটিং ছিল মীরের। টানা শুটিং করতে করতে একঘেয়ে লাগছিল তাঁর। তখই এই কাণ্ডটি ঘটিয়েছেন। শুধুমাত্র নীল রঙের পাঞ্জাবি ছিল মীরের পরনে। সেই অবস্থাতেই সাদা ধবধবে বিছানার উপর উঠে দাঁড়িয়ে পড়েন তারকা। তারপর গান করতে করতে নাচতে থাকেন।

Mir-2

[আরও পড়ুন: ‘মৃগয়া’র ৪৬ বছর পর ফের বড়পর্দায় জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর!

ল্যাসময়ী এই নাচ প্রিয় নায়িকাদের দেখেই শিখেছেন বলে দাবি মীরের। কেউ তাঁর নাচকে খারাপ বললেন বড্ড দুঃখ পাবেন বলেও জানিয়েছেন অভিনেতা তথা জনপ্রিয় সঞ্চালক। মীরের এই ‘আইটেম ডান্স’কে খুব বেশি কেউ অবশ্য খারাপ বললেননি। বরং বেশিরভাগ মানুষেরই পছন্দ হয়েছে। কেউ তাঁকে ‘সেক্সি’ আখ্যা দিয়েছেন, কেউ আবার হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি ব্যবহার করেছেন। কেউ কেউ আবার মীরের এই ভিডিও দেখে তাঁকে রোদ্দুর রায়ের সঙ্গে তুলনা করেছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এমন রসিকতা মীরই করতে পারেন।  কবিগুরুর জন্মদিনে তাঁর সাজে ছবি পোস্ট করতে পারেন, আবার দুর্গা ঠাকুরের অসুর হয়ে যেতে পারেন। মীরের এই নিত্যনতুন পোস্ট দেখতে বেশ পছন্দ করেন অনুরাগীরা। তাঁদের মুখে ফুটে ওঠে হাসি। কিছুদিন আগেই আবার সেরা রেডিও জকির শিরোপা পেয়েছিলেন মীরের। সেই ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: মাদক কাণ্ডে আটক হওয়ার ২৪ ঘণ্টা পরেই জামিন শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ