সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘রানি রাসমণি’ খ্যাত অভিনেতা অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় এই খবর।
বাংলা টেলিভিশনের পাশাপাশি নাট্য জগতেও বিচরণ ছিল অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। ইন্ডাস্ট্রি তোতা নামেও পরিচিত ছিলেন তিনি। মঙ্গলবার যখন সারা বাংলার মানুষ দোল উৎসবে মেতেছিলেন তখনই এই দুঃসংবাদ প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, গত সোমবার হৃদরোগে আক্রান্ত হন অরিজিৎবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
‘করুণাময়ী রানী রাসমণি’ ছাড়াও ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’, ‘ত্রিশূল’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। বহু নাটকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অভিনেতার এই অকাল প্রয়াণে শোকাতুর টলিউডের অভিনেতা ও কলাকুশলীরা।
“এটা ঠিক হলনা তোতা, একদম ঠিক হল না”, সোশ্যাল মিডিয়ায় অরিজিৎবাবুর মৃত্যুর খবর শেয়ার করে একথাই লিখেছেন সোহন বন্দ্যোপাধ্যায়। অভিনেতার ছবি শেয়ার করে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়।
‘
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.