শম্পালী মৌলিক: উইন্ডোজের নতুন ছবি ও ভূতের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছিল একরকম ভূতূড়ে কায়দায়।ছবিতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, কাঞ্চন মল্লিকসহ আরও অনেকে। ছ’জন ভূতের নানা কাণ্ড চলবে গোটা ছবি জুড়ে। শোনা গিয়েছিল একেবারে অন্য ধাঁচে এবার ভূতের ছবি বানাবে উইন্ডোজ।
View this post on InstagramAdvertisement
এই ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ছবির শুটিং শুরুর জন্য ছিল অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান। রবিবার থেকে শুরু হল ছবির শুটিং। উত্তরবঙ্গের লাভায় জোরকদমে চলছে ছবির শুটিং। চলছে মেঘবৃষ্টির লুকোচুরি খেলা ইতিমধ্যেই তার নানা মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বনি ও মিমি দু’জনেই। বৃষ্টিভজা পাহাড়ি রাস্তায় শুটিংয়ের অবসরে সময় কাটাচ্ছেন তাঁরা।
View this post on Instagram
কেমন চলছে ছবির শুটিং তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের সঙ্গে। কেমন চলছে উত্তরবঙ্গে নতুন এই ভূতের ছবির শুটিং জানতে চাইলে হেসে ফোনের ওপার থেকে পরিচালক অরিত্র মুখোপাধ্যায় জানান, “কখনও রোদ কখনও বৃষ্টি কখনও আবার কুয়াশায় ঢাকা। শুটিং খুব ভালো হচ্ছে।” মজা করে বললেন , ” মাঝেমধ্যে ভূত দেখা দিচ্ছে আরকি! যখনই কুয়াশা নেমে এলেই ভূতেরা বেরিয়ে আসছে। জিজ্ঞেস করছে শুটিং ভালো হচ্ছে তো? আমাদের নিয়ে কাজ করছেন একটু দেখে করবেন। দুই জুটিই রয়ছে এই শুটিংয়ে। এক জুটির শট নেওয়া হয়ে গিয়েছে। আরেকজনের শট পড়ে নেওয়া হবে। আগামী ৩ দিন ধরে উত্তরবঙ্গে চলবে ছবির শুটিং।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.