Advertisement
Advertisement

ইন্টারভিউয়ের নাম করে হোটেলে ডেকে অভিনেত্রীকে ধর্ষণ, থানায় দায়ের অভিযোগ

অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল অভিনেত্রীর।

Bhojpuri actress physical Assult hotel room gurugram haryana| Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Akash Misra
  • Posted:July 21, 2023 1:18 pm
  • Updated:July 21, 2023 1:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্য়াল মিডিয়ায় আলাপ। আর তার থেকেই নতুন কাজের জন্য় ইন্টারভিউয়ের ডাক পেয়েছিলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা ও অভিনেত্রী। গুরুগ্রামের এক হোটেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিপাকে পড়লেন তিনি। অভিনেত্রীর অভিযোগ মহেশ পাণ্ডে নামের এক ব্যক্তি হোটেলের রুমে তাঁকে ধর্ষণ করেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘রাগে গা জ্বলছে! দৃষ্টান্তমূলক শাস্তি হোক, মণিপুর গণধর্ষণকাণ্ডে ফুঁসছেন অক্ষয়-উর্মিলা-রিচারা]

পিটিআই সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, নির্যাতিতা পুলিশে অভিযোগও দায়ের করেছেন। অভিনেত্রীর অভিযোগ, কয়েকদিন আগে মহেশ পাণ্ডে নামক এক ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে আলাপ হয় আমার। ভোজপুরি চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সে কারণেই গুরুগ্রামের একটি হোটেলে আমায় দেখা করতে বলেন তিনি। আমি যাওয়ার আগেই হোটেলের ঘর ভাড়া করে রেখেছিলেন ওই ব্যক্তি। কয়েকটি কথা বলার পরেই উনি মদ্যপান করতে শুরু করেন। সেই মুহূর্তে আমি যখন বেরিয়ে আসার চেষ্টা করি, তখন আমায় ধর্ষণ করেন ওই ব্যক্তি।” শুধু তাই নয়, অভিনেত্রীর অভিযোগ মহেশ পাণ্ডের বন্ধুরা তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছে।

অভিনেত্রীর অভিযোগের উপর ভিত্তি করে মহেশ পাণ্ডের নামে অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশের কথায়, তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। 

[আরও পড়ুন: ‘আলিয়ার ক্ষেত্রে নেপোটিজম শব্দটা খাটে না, খুব ট্যালেন্টেড’, প্রশংসায় পঞ্চমুখ চূর্ণী]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ