Advertisement
Advertisement
Bhojpuri Singer Devi

বিয়ে করেননি, স্পার্ম ডোনারের সাহায্যে ৭ বছর বাদে মা হলেন জনপ্রিয় গায়িকা দেবী

সাত বছর ধরেই মা হতে চাইছিলেন দেবী।

Bhojpuri Singer Devi becomes single mother via IVF
Published by: Sandipta Bhanja
  • Posted:September 11, 2025 7:14 pm
  • Updated:September 11, 2025 7:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে না করেও সন্তানসুখ লাভ করেছেন, এমন তারকার সংখ্যা দেশে খুব একটা নেই বটে! তবে ভারতীয় গ্ল্যামারদুনিয়ায় সেই ‘সাহস’ দেখানোর অন্যতম পথপ্রদর্শক সুস্মিতা সেন। সমাজের চিরাচরিত ভাবনার বাইরে গিয়ে দুই কন্যাসন্তানকে দত্তক নিয়ে উদাহরণ তৈরি করেছিলেন বঙ্গকন্যা। পরবর্তীতে সেই ‘দুঃসাহস’ দেখিয়েছেন দেশের বহু ‘আম’-পরিবারের মেয়েরাও! এবার সেই একই পথে হাঁটলেন ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকা দেবী।

Advertisement

দীর্ঘদিন ধরেই মা হওয়ার ইচ্ছে ছিল দেবীর। কিন্তু বাদ সাধে বিবিধ কারণ। একে বিয়ে করেননি, উপরন্তু সমাজের রক্তচক্ষু! কিন্তু হাল ছাড়েননি গায়িকা। এবার বছর সাতেকের চেষ্টার পর শেষমেশ দেবীর কোলে এল রাজপুত্র। গোলাপি তোয়ালে মোড়া সদ্যোজাতের সঙ্গে সেই মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেবী। যে ছবি কিনা বর্তমানে নেটভুবনে দাবানল গতিতে দাপিয়ে বেড়াচ্ছে। কীভাবে মা হলেন ভোজপুরী গায়িকা? জানা গিয়েছে, স্পার্ম ডোনারের সাহায্যে আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করেছিলেন দেবী। সম্প্রতি সি-সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন ওই গায়িকা।

বলিউড মাধ্যম সূত্রে খবর, সাত বছর ধরেই মা হতে চাইছিলেন দেবী। কিন্তু কোনও না কোনও কারণে সেই ইচ্ছেপূরণ হয়নি। এবার ঋষিকেশে পুত্রসন্তানের জন্ম দিলেন দেবী। সন্তানসুখ লাভ করায় গায়িকা যে আনন্দে আত্মহারা, সেটা তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলেই বেশ বোঝা যাচ্ছে। ছেলের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন- ‘আমার বাবু।’ যে ছবি দেখে শুভেচ্ছার জোয়ার দেবীর পোস্টের কমেন্ট বক্সে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ