সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। বাংলা সিনে ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও সমানতালে কাজ করে যাচ্ছেন টলিপাড়ার ‘সুদর্শন নায়ক’। এদিকে তাঁর বিয়ের পিঁড়িতে বসা নিয়ে অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, ফিসফাসের অন্ত নেই! গত বছরই জনপ্রিয় গায়কের প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। সেই সম্পর্ক নিয়ে গুঞ্জনও কম নয়। এবার নিজের মুখেই ‘বিয়ে বিভ্রাট’-এর কথা ফাঁস করলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
অভিনেতার কথায়, “আজকাল আমার আইডেন্টেটি ক্রাইসিস হচ্ছে। নিজেই মাঝেমধ্যে বুঝতে পারি না, আমি বিবাহিত না অবিবাহিত। যে যখন পারছে দুমদাম করে যার-তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছে!” উল্লেখ্য, দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, তাঁরা নাকি গোপনেই বিয়ে সেরে ফেলেছেন! তবে সেইপ্রসঙ্গে সরাসরি মুখ না খুললেও বিয়ে নামক প্রতিষ্ঠানের চাপ নিয়ে অভিনেতাকে যেভাবে নানা গুঞ্জন, বিতর্কের ভোগান্তি পোহাতে হচ্ছে, এবার সেই প্রেক্ষিতেই খোলাখুলি কথা বললেন পরমব্রত চট্টোপাধ্যায়।
বিয়ে করছেন না বলে কোনও ঝক্কি পোহাতে হচ্ছে? সেই প্রেক্ষিতে পরমব্রতর উত্তর, “আমি যেহেতু এখনও বিয়ের পিঁড়িতে বসিনি, বাড়িতে কিংবা বাইরে, সবজায়গা থেকেই তুমুল চাপ সইতে হয়। বিয়ের এই বিভ্রাটগুলো আমি সহ্য করে চলেছি।”
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় প্রযোজিত তথা অভিনীত ‘বিয়ে বিভ্রাট’। যে ছবিতে টলিপাড়ায় আরেক অভিনেতাও রয়েছেন আবির চট্টোপাধ্যায়। বিপরীতে ইন্ডাস্ট্রির নবাগতা নায়িকা লহমা ভট্টাচার্য। এর আগে যিনি ‘রাবণ’ ছবিতে টলিউড সুপারস্টার জিতের বিপরীতে ডেবিউ করেছেন। এবার সেই সিনেমার প্রচার পর্বেই ইউটিউবার ঝিলাম গুপ্তর মুখোমুখি হয়ে ব্যক্তিগতজীবনে ‘বিয়ে বিভ্রাট’-এর অভিজ্ঞতা শেয়ার করেন পর্দার চন্দ্রমৌলি হাজরা ওরফে পরমব্রত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.