Advertisement
Advertisement

Breaking News

Yuvaan

রাজ-শুভশ্রীর ছেলেকে করিনার সন্তান বলে দাবি, ভাইরাল ছবি

দেখেছেন ছবিটি?

Bizarre! Raj Chakraborty and Subhashree Ganguly's son Yuvaan's pic photoshped as kareena's second child | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 4, 2021 8:51 pm
  • Updated:March 4, 2021 9:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভুয়ো খবরের শিকার রাজ-শুভশ্রীর রাজপুত্র যুবান। এবার করিনা কাপুরের (Kareena Kapoor) কোলে বসানো হল টলি তারকার আদরের সন্তানকে। ছেলের সঙ্গে ছবি ও ভিডিও আপলোড করতেই থাকেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। শুভশ্রীর প্রোফাইল থেকে তাঁর ও যুবানের একটি ছবি নেওয়া হয়েছে। যাতে একমাত্র সন্তানকে আদরে ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রী। তাতে এডিট করে শুভশ্রীর বদলে করিনা কাপুরের মুখ বসানো হয়েছে। আর দাবি করা হয়েছে সেটিই নাকি সইফ-করিনার দ্বিতীয় সন্তানের প্রথম ছবি।

Advertisement

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা গায়িকা শ্রেয়া ঘোষাল, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দিলেন সুখবর ]

তারকা সন্তানদের নিয়ে কৌতূহল নতুন নয়। গতবছর সেপ্টেম্বরে যুবানের (Yuvaan Chakraborty) জন্ম হয়।  এর আগেও তাকে এভাবে ভুয়ো খবরের শিকার হতে হয়েছিল। বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) মেয়ে ভামিকার জন্মের পর। বিভিন্ন সংবাদমাধ্যমে উপহার পাঠিয়ে সন্তানের ছবি শেয়ার না করার অনুরোধ জানিয়েছিলেন বিরুষ্কা। সেই কথা অক্ষরে অক্ষরে পালন করা হয়। কিন্তু এর মধ্যেই আবার যুবানের ফটোশপ করা একটি ছবি ইউটিউবের ভিডিওতে ব্যবহার করা হয়। সেবারে রাজের মুখের বদলে বসিয়ে দেওয়া হয়েছিল ভারত অধিনায়ক বিরাট কোহলির মুখ। ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবর শেয়ার করেছিলেন শুভশ্রী। যাতে প্রথমে নিজেই প্রশ্ন করে লিখেছিলেন, “বিরাট কোহলির কোলে কি ভামিকা?” তারপর উত্তরে লিখেছিলেন, “না, রাজের সঙ্গে রয়েছে যুবান।” তবে এবারে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। উপেক্ষা করে যাওয়াই বোধহয় বেশি ভাল মনে করেছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন:  ‘অচেনা উত্তম’কে কীভাবে চেনাবেন? শুভ মহরতে জানালেন শাশ্বত-ঋতুপর্ণা-দিতিপ্রিয়া]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ