Advertisement
Advertisement
Bobby Deol in Alpha

আলিয়ার ‘আলফা’তে ‘লর্ড ববি’, ‘ওয়ার ২’তেই মিলল যশরাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের পরবর্তী ঝলক

কোন চরিত্রে চমক দেবেন ববি দেওল?

Bobby Deol On Board As Alia Bhatt's Alpha Villain
Published by: Sandipta Bhanja
  • Posted:August 14, 2025 6:39 pm
  • Updated:August 14, 2025 6:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে যে আলিয়া ভাট গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, সেখবর চব্বিশ সালেই পাওয়া গিয়েছিল। আর বৃহস্পতিবার ‘ওয়ার ২’ ছবিতে মিলল প্রযোজনা সংস্থার পরবর্তী গোয়েন্দা ব্রহ্মাণ্ডের ঝলক। আর সেখানেই বড়সড় চমক হিসেবে দেখা গেল ‘লর্ড ববি’কে। তেইশ সালে ‘অ্যানিম্যাল’ সিনেমার সুবাদে বলিউডের পিচে নতুন ইনিংস শুরু করেছেন ববি দেওল। পর্দায় ঠান্ডা মস্তিষ্কের হিংস্র খলনায়ক হিসেবে নজর কেড়েছিলেন অভিনেতা। গোটা একবছর তাঁর ‘জামাল কুদু’ নাচের শৈলীতে বুঁদ থেকেছে বিশ্ব। এবার যশরাজের গোয়েন্দা শিবিরে নাম লেখালেন তিনি।

Advertisement

জুলাই মাসে ‘ওয়ার ২’ ছবির ট্রেলার শেয়ার করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন আলিয়া ভাট। সেসময়ে অনেকেই ভেবেছিলেন হৃতিকের মেগাবাজেট স্পাই ড্রামায় সম্ভবত কাপুরবধূকেও দেখা যাবে। তবে বৃহস্পতিবার রিলিজের দিনই ছবির শেষপাতে বোমা ফাটাল সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা। হৃতিক-এনটিআরের ফ্রেন্ডশিপ ইনিংস শেষ হতে না হতেই ক্যামেরায় ফুটে উঠল এক কিশোরীর হাতে গ্রিক অক্ষর ‘আলফা’ ট্যাটু করানোর দৃশ্য। যে ট্যাটু এঁকে দিতে দেখা গেল ববি দেওলকে। এই অক্ষরের গুরুত্ব কী? কিশোরীর মনে প্রশ্ন জাগতেই ববি খোদাই মেশিন থামিয়ে উত্তর দিলেন, আলফা লেখা কারণ দুনিয়ার সব জঙ্গলে যেন এই অক্ষরেরই রাজত্ব চলে। সম্ভবত যশরাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের পরবর্তী সিনেমার প্লট সেই প্রেক্ষাপটেই সাজানো হয়েছে।

কোন চরিত্রে চমক দেবেন ববি দেওল? জানা গেল, আলিয়া ভাটের ‘আলফা’ ছবিতে অভিনেতাকে খলচরিত্রে পাওয়া যাবে। অ্যানিম্যাল-এর পর এবার এই ছবিতে ভিলেন বেশে কেমন চমক দেন তিনি? নজর থাকবে সেদিকে। উল্লেখ্য, আলিয়ার পাশাপাশি এই গোয়েন্দা ছবিতে দেখা যাবে শর্বরী ওয়াঘকেও। সূত্রের খবর,তাঁর প্রশিক্ষকের ভূমিকাতেই ধরা দেবেন ববি দেওল। প্রসঙ্গত, এর আগে যশরাজের ব্যানারে মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। এদিকে ‘ওয়ার ২’ ছবির হাত ধরেই যশরাজের স্পাই ইউনিভার্স-এ যোগ দিয়েছেন কিয়ারা আডবানিও। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন আলিয়া ভাট। যে সিনেমায় মহিলা এজেন্টের ভূমিকায় নজর কাড়বেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ