Advertisement
Advertisement
অজয় দেবগন

আজমের শরিফে ঘেরাও অজয় দেবগন, মেজাজ হারালেন অভিনেতা

দেখুন ভাইরাল সেই ভিডিও।

Bollywood actor Ajay Devgn mobbed by fans at Ajmer Sharif
Published by: Sandipta Bhanja
  • Posted:November 5, 2019 6:04 pm
  • Updated:November 5, 2019 6:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজমের শরিফে গিয়ে জনতার ভীড়ের মধ্যে পড়লেন বলিউড অভিনেতা অজয় দেবগন এবং তাঁর ছেলে যুগ। আর এহেন উপচে পড়া ভীড়ের মধ্যে জনতার আদিখ্যেতা দেখে মেজাজ হারালেন অভিনেতা। তারপর?

Advertisement

বলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা তারকাজুটির মধ্যে অজয় দেবগন এবং কাজল বরাবরই ভক্তদের কাছে প্রিয়। সুখী দাম্পত্য জীবনের রসায়ন থেকে তাঁদের ব্যক্তিগত জীবনের খুনসুটি, কোনও কিছুই মিডিয়ার লেন্স থেকে বাদ যায় না। যদিও কাজল এবং অজয় দু’জনেই যদিও ব্যক্তিগত জীবন চার দেওয়ালের অন্তরালে রাখতেই পছন্দ করেন। স্বাভাবিকবশতই তারকা-সন্তান বলে, তাঁদের ছেলেমেয়ের উপরও মিডিয়ার নজর থাকে। তাঁরা কোথায়, কার সঙ্গে যাচ্ছে, কী খাচ্ছে… পাপারাজিদের নজর এড়ায় না কিছুই। অতঃপর এরকম জনপ্রিয় তারকাকে দেখে ভীড় যে ভক্তরা করবেনই, সেটাই তো স্বাভাবিক।

[আরও পড়ুন: পর্দায় ‘পানিপথ’, ট্রেলারে নজর কাড়লেন সঞ্জয়-অর্জুন]

সম্প্রতি, অজয় দেবগন ছেলে যুগকে নিয়ে ধর্মীয় স্থান আজমের শরিফে গিয়েছিলেন। সেখানে অজয়কে দেখে আচমকাই ঘিরে ফেলেন সেখানে আসা দর্শনার্থীরা। শুধু তাই নয়, তাঁদের বাধভাঙা উচ্ছাসই এমনই যে, অজয় সামনে এগোতে অবধি পারছিলেন না। আর এতেই রেগে গিয়ে মেজাজ হারান অভিনেতা। সেই মুহূ্র্তকেই ক্যামেরাবন্দি করেছেন এক প্রত্যক্ষদর্শী। যা নেটদুনিয়ায় আপাতত ভাইরাল। নীল শার্ট এবং মাথায় প্রথাগত সাদা টুপি পরেছিলেন অজয়। যাতে নিয়ামানুযায়ী বাঁধা ছিল এক গোলাপি ফিতে। পাশে হাত ধরে যুগ। ভীড়ের মধ্যে এগোন যেন দায় হয়ে গিয়েছিল তাঁদের। এতেই একটু রেগে গিয়েছিলেন অজয় দেবগন। ভিডিওতে ঠিক সেই মুহুর্তের চিত্রই ধরা পড়ল। যদিও কোনওরকম কটুক্তি করতে দেখা যায়নি অজয়কে। তবে, পুণ্যস্থানে গিয়ে ভক্তদের এরকম ব্যবহার যে তাঁর একেবারে না-পসন্দ, তা ওই ভিডিওতে তাঁর হাবেভাবেই বোঝা গিয়েছে।  

উল্লেখ্য, এরপর ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে দেখা যাবে অজয় দেবগনকে। যেই ছবিতে অজয়ের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে সইফ আলি খান এবং কাজলকে। আগামী বছর ১০ জানুয়ারি মুক্তি পাবে ‘তানাজি’। এছাড়াও, ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’, ফুটবলার রহিম সাহেবের জীবন অবলম্বনে ‘ময়দান’, এসএস রাজামৌলির ‘ট্রিপল আর’ এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’র মতো একাধিক বড় বাজেটর ছবি রয়েছে অজয় দেবগনের হাতে।

[আরও পড়ুন: ভেঙে দিয়েছে স্যুটকেস, ইন্ডিগো বিমানসংস্থাকে একহাত নিলেন সোনাক্ষী ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@manav.manglani) on

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ