সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের নিয়ে আমজনতার কৌতূহলের শেষ নেই। তাই তো হাতের নাগালে তাঁদের পেলে কিছুটা কাছাকাছি আসার চেষ্টা করেন অনেকে। বর্তমান যুগে ধেয়ে আসে সেলফির আবদারও। আর সেই আবদার জানানোয় কিশোর অনুরাগীর সঙ্গে ‘দুর্ব্যবহার’ রীতেশ দেশমুখের। ওই ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে রেগে কাঁই নেটিজেনরা।
‘সিতারে জমিন পর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এই ঘটনাটি ঘটে। বলে রাখা ভালো, ‘লাল সিং চাড্ডা’ সেভাবে বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। ‘সিতারে জমিন পর’ ছবির মাধ্যমে ফের ঘুরে দাঁড়ানোর আশা মিস্টার পারফেকশনিস্টের। এই ছবিতে রয়েছেন জেনেলিয়া ডি’সুজা। তাই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হন অভিনেত্রী। আর সঙ্গেই ছিলেন রীতেশ দেশমুখ। স্পেশাল স্ক্রিনিংয়ে রংমিলান্তি পোশাকে উপস্থিত ছিলেন বলিউডের তারকা জুটি। তাঁদের দেখে স্মার্টফোন হাতে সেলফি তুলতে এগিয়ে যান এক কিশোর। জেনেলিয়া তখন অন্য একজনের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রীতেশ দেশমুখ কার্যত ধাক্কা দিয়ে কিশোর অনুরাগীকে সরিয়ে দিচ্ছেন।
View this post on Instagram
বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। যাতে স্পষ্ট রীতেশের ‘দুর্ব্যবহার’। ওই ভিডিও দেখে রেগে আগুন নেটিজেনরা। সোশাল মিডিয়ায় অভিনেতাকে ছেড়ে কথা বলছেন না কেউ। অনেকেই বলছেন, “অভিনেতার এই আচরণ ভালো লাগল না।” আবার কেউ কেউ বলছেন, “একে তো ফ্লপ অভিনেতা। তার আবার এত ঔদ্ধত্য।” কিশোরের সঙ্গে এহেন আচরণকে ‘অমানবিক’ বলেও দাগিয়ে দিয়েছেন অনেকে।
আবার রীতেশের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, “তারকা মানেই যে কারও সঙ্গে সেলফি তুলতে বাধ্য নন। এটা বোঝা উচিত অনুরাগীদের। যা করেছেন বেশ করেছেন।” এই আচরণ নিয়ে নেটদুনিয়ায় কাটাছেঁড়ার কোনও অন্ত নেই। তবে তা আদৌ রীতেশ কিংবা জেনেলিয়ার কানে পৌঁছেছে কিনা, তা স্পষ্ট নয়। কারণ, এখনও তাঁদের তরফে এই ঘটনা প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.