সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকাল। সলমন খানের বাসভবনের বাইরে গিজগিজ করছে লোকজন। কারণ একটাই। এই বিশেষ দিনে প্রিয় মানুষটিকে একবার চোখের দেখা দেখতে পাওয়া। নির্ধারিত সময়ে অপেক্ষার অবসান ঘটল। উনি এলেন। ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন। ছুঁড়ে দিলেন চুমু। হাসলেন। তবে অগোচরে কাঁদলেনও বইকী! বাড়ির বাইরে উন্মত্ত অনুরাগীরা তখন উচ্ছ্বাসে ফেটে পড়েছে। কারণ তাঁদের প্রিয় ভাইজান বাংলোর বারান্দায় দাঁড়িয়ে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়ছেন।
শুক্রবার ৫৪-এ পা রাখলেন বলিউডের প্রিয় ভাইজান। আবার সেই দিনই বোন অর্পিতার থেকে জন্মদিনের সেরা উপহারটিও পেয়ে গিয়েছেন। অর্পিতার কোল আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান। সাধ করে যার নাম ভাইজান রেখেছেন ‘আয়াত’। আয়াত শর্মা। অতঃপর জোড়া সেলিব্রেশন। ভাইজানের জন্মদিনেই ভাগ্নির আগমন। এতসব আনন্দে তাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সলমন খান। শুক্রবার সকালে যখন সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভক্তরা ভীড় করেছিলেন জন্মদিনের শুভেচ্ছা জানাতে, সলমনের চোখ ছলছল করে উঠল। ধরে রাখতে পারলেন না চোখের জল। সত্যিই তো এত মানুষের ভালবাসা পাওয়া, মন জয় করা তো আর চারটি খানি কথা নয়!
জন্মদিনের আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাত ১২টা বাজতেই ভাই সোহেল খানের বান্দ্রার বাংলোয় বার্থডে পার্টিতে হাজির হতে থাকেন বলিউড নক্ষত্ররা। বিশেষ করে সুন্দরী অভিনেত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারপর কেক কাটা থেকে খাওয়া-দাওয়া সবই হল জমকালোভাবে। তিন প্রাক্তন প্রেমিকাকে একসঙ্গে নিজের জন্মদিনের পার্টিতে ডাকার সাহস বোধহয় একমাত্র তিনিই দেখাতে পারেন। আর পাঁচজন যখন প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে দেখলে গুটিয়ে যান, ইউটার্ন নিয়ে অন্যত্র পালান, সেখানে ৫৪ বছর বয়সে পৌঁছেও সাহসী সল্লু মিঞা। ক্যাটরিনা কাইফ, স্নেহা উলাল এবং ইউলিয়া ভান্তুরকে নিয়ে জন্মদিনের পার্টিতে মজলেন দাবাং খান। তা ভাইজান কিন্তু শুধু তিন প্রাক্তন প্রেমিকাকে ডেকেই সন্তুষ্ট থাকেননি। সোনাক্ষী সিনহা, টাবু, বিদ্যা বালানদের মতো নায়িকাদের মাঝেও মধ্যমণি হয়ে থাকলেন বলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলার!
ইউলিয়া অবশ্য শনিবার সকাল হতেই সলমনের সঙ্গে ছুটেছেন হাসপাতালে খুদে অতিথিকে দেখতে। ভাগ্নি আসার খুশিতে ‘Being Human’-এর জামাকাপড়ে বাড়তি দু’দিন ছাড়ও দিয়েছেন। সেই সঙ্গে এও জানিয়েছেন যে তাঁর সন্তান হলে যে নামগুলো রাখা হত, বোন অর্পিতার বাচ্চাদের সেই নামগুলিই রাখছেন তিনি।
View this post on Instagram
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.