ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকালে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের মা কিম ফার্নান্ডেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিছুদিন আগেই অভিনেত্রীর মা হৃদরোগে আক্রান্ত হন। জানা গিয়েছে, মৃত্যুকালে মায়ের পাশেই ছিলেন অভিনেত্রী। এই কঠিন সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়াতে বলিউড সুপারস্টার সলমন খান লীলাবতী হাসপাতালে গিয়ে দেখা করেন।
উল্লেখ্য, জ্যাকলিনের মা কিম ফার্নান্ডেজ বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন। গতমাসে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মায়ের অসুস্থতার খবর পেয়েই অভিনেত্রী শুটিং ছেড়ে তড়িঘড়ি মুম্বই ফেরেন। যদিও জ্যাকলিনের পরিবারের তরফে কিমের অসুস্থতা নিয়ে কখনই কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে অসুস্থতা কাটিয়ে আর ঘরে ফেরা হল না অভিনেত্রীর মায়ের।
২০২২ সালেও জ্যাকলিনের মায়ের অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় তাঁর মস্কিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। কিমকে তখন বাহারিনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জ্যাকলিন কখনই নিজের ব্যক্তিগত জীবন, পরিবার এসব নিয়ে খুব বেশি কথা বলেন না। কিন্তু তা সত্ত্বেও মায়ের সঙ্গে জ্যাকলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন। বরাবর অভিনেত্রীকে বলতে শোনা যায়, “আমার মা আমাকে সবসময় সমর্থন করেন। বাবা-মা আমার জীবনের আবচেয়ে বড় অনুপ্রেরণা। মুম্বইয়ে কাজের সূত্রে আমি একাই থাকি। সেকারণে পরিবারকে খুব মিস করি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.