সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরুপের ঘটনায় এবার নাম জড়িয়েছে কাপুর পরিবারের আত্মীয় তথা করিনা কাপুরের পিসতুতো ভাই আরমান জৈনের। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরক্টরেট (Enforcement Directorate)। মঙ্গলবারই পেডার রোডে আরমান জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। কিন্তু রাজীব কাপুরের প্রয়াণের ঘটনায় সেই দিনের মতো চলে যান ইডির আধিকারিকরা।
টপস গ্রুপস নামে এক নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমেছে ইডি (ED)। যে সংস্থার প্রধান শিব সেনা বিধায়ক প্রতাপ সরনায়েক। তাঁর ছেলের সঙ্গে বন্ধুত্ব রয়েছে আরমান জৈনের। ফলে ইডির নজর পড়েছে তাঁর দিকেও। উল্লেখ্য, ৫৬০০ কোটি টাকা তছরুপের ঘটনায় নাম জড়িয়েছে বিধায়ক প্রতাপ সারনায়েকের। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইডির শীর্ষ আধিকারিকরা।
রাজ কাপুরের মেয়ে রিমা জৈনের ছেলে আরমান জৈন। ২০১৪ সালে আরিফ আলি পরিচালিত ‘লেকর হাম দিওয়ানা দিল’ ( Lekar Hum Deewana Dil) দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন আরমান। কিন্তু অভিনেতা হিসাবে ব্যর্থ হন তিনি। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ করণ জোহরের (Karan Johar) সহকারী-পরিচালক হিসাবেও কাজ করেন। এছাড়াও ‘এক ম্যায় অউর এক তু’, ‘মাই নেম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছেন আরমান। এবার তাঁর নাম জড়িয়েছে আর্থিক কারচুপির মামলায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.