সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ঝটকায় ৪ কোটি ১৪ লক্ষ টাকা খোয়ালেন বলিউডের বাঙালি অভিনেত্রী রিমি সেন (Rimi Sen)। টাকা বিনিয়োগ করতে গিয়েই জালিয়াতির শিকার হলেন অভিনেত্রী। রিমি অভিযোগ, গোরেগাঁওয়ের এক ব্যবসায়ীই তাঁর সঙ্গে জালিয়াতি করেছে।
পুলিশের কাছে এফআইআর দায়ের করে রিমি সেন জানিয়েছেন, জিম করতে গিয়ে যতীন ব্যাস নামে এক ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয় তাঁর। সেই ব্যবসায়ীই রিমিকে তাঁর নতুন ব্যবসায় টাকা বিনিয়োগ করতে বলেন। এমনকী, ব্যবসায়ী যতীন রিমিকে নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন ২৮ থেকে ৩০ শতাংশ লাভের অঙ্ক দেবেন রিমিকে। রিমির অভিযোগ, লাভের টাকা তিনি পাননি এবং বিনিয়োগের টাকাও রিমিকে দেওয়া হয়নি।
অভিযোগপত্রে রিমি লিখেছেন, ২০১৯ সালে ফেব্রুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত ওই ব্যবসায় এক কোটি টাকা লগ্নি করেছিলেন রিমি। তারপর সেই বছরই অক্টোবর মাসে আরও তিন কোটি ১৪ লাখ টাকা লগ্নি করেন অভিনেত্রী। কিন্তু আজ পর্যন্ত লাভের অঙ্ক চোখেও দেখেননি তিনি। রিমির কথায়, প্রতিশ্রুতি মতো টাকা না পেয়ে সিকিউরিটি ডিপোজিটের টাকা তুলতে গেলেই সব কিছু বুঝতে পারেন। তারপরই পুলিশের দ্বারস্থ হন ‘ধুম’ ছবির নায়িকা।
বলিউডের পর্দায় বহুদিন ধরেই দেখা যায় না তাঁকে। কয়েকটি দক্ষিণী ছবিতে অবশ্য অভিনয় করেছেন রিমি। বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বলিউডে রাজনীতির শিকার হয়ে কাজ হারানোর কথাও জানিয়ে ছিলেন রিমি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.