সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই দেশ। দুই গণতন্ত্র। ভারত যেমন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, আমেরিকাও তেমন বিশ্বের প্রাচীনতম। রবিবার ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকল মার্কিন মুলুকের হিউস্টন। কারণ, হাতে হাত রেখে ভারত-মার্কিন সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রনায়কের এই বার্তায় প্রশংসায় পঞ্চমুখ হয়েছে গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। আর এক্ষেত্রেও পিছিয়ে থাকেননি বলিউড তারকারা। মোদির প্রশংসায় মেতেছে গোটা বলিউড।
‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে হিউস্টনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন তিনি৷ এই মুহূর্তে সাজসাজ রব হিউস্টনজুড়ে৷ মোদির জন্য আয়োজনে কোনও কমতি রাখছেন না প্রবাসীরা৷ হিউস্টনে যে হোটেলে থাকবেন প্রধানমন্ত্রী, সেখানে মোদির জন্য রয়েছে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন৷ হোটেলের মেনুতে বিশেষ চমক রেখেছেন সেফ কিরণ ভার্মা৷ মোদিতে মজেছেন সুদূর মার্কিন মুলুক থেকে বলিউড। প্রধানমন্ত্রীর এই উদ্যোদের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করেছেন অক্ষয় কুমার, সলমন খান, অনিল কাপুর, করণ জোহর, ঋষি কাপুর, অনুপম খের থেকে রণদীপ হুডা।
একঝলকে দেখে নিন তারকাদের শুভেচ্ছাবার্তা।
‘Individually we are one drop. Together we are an ocean.’
— Akshay Kumar (@akshaykumar)
A sea of people it was at the event. India has truly arrived Globally!
An absolute delight to watch PM ji saying ‘All is well’ in multiple regional languages truly representative of 1.3B Indians!
“What divides us pales in comparison to what unites us.” 🇮🇳🇺🇸
— Anupam Kher (@AnupamPKher)
Ted Kennedy
Triumph over Trump!
— Vivek Anand Oberoi (@vivekoberoi)
Our hearts swell with pride and are won, once again! Statesmanship at its best🙏
A big thank you to ji for for making us all extremely proud to be an Indian. We had all only imagined this, you turned it into reality.
Jai Hind 🇮🇳
Proud moment for India and fellow indians across the globe . What an inspiring and solid address by . also in awe as crowd cheers for the indian prime minister.
— Karan Johar (@karanjohar)
In a spectacular display of statesmanship, ji has captured the minds & hearts of the American people! This is a proud moment for both countries as we walk hand in hand & shoulder to shoulder! 🙏
— Anil Kapoor (@AnilKapoor)
This is amazing. 🇮🇳
— Abhishek Bachchan (@juniorbachchan)
Way to go PM Modi and Prez Trump for a great association between the 2 nations. . .
— Salman Khan (@BeingSalmanKhan)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.