Advertisement
Advertisement
Ahmedabad Plane Crash

অত্যন্ত দুর্ভাগ্যজনক! আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মন কাঁদছে আলিয়া, অক্ষয়-সহ বলিউডের

শোকবার্তা 'বিধ্বস্ত' বলিউডের। কোন প্রশ্ন তুললেন জাহ্নবী?

Bollywood celebs express concern for Air India Crash Plane In Ahmedabad
Published by: Sandipta Bhanja
  • Posted:June 12, 2025 4:29 pm
  • Updated:June 12, 2025 5:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ জুন, ভারতের বিমানযাত্রার ইতিহাসে সবচেয়ে কালো দিন! কারণ সাম্প্রতিক অতীতে এত বড় বিমান দুর্ঘটনা ঘটেনি এদেশে। অন্তত ২৪২ জন যাত্রীকে নিয়ে ওড়ার পরমুহূর্তেই আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান। যদিও যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ তবুও এই কঠিন সময়ে আশার আলো দেখছেন বলিউড তারকারা। নতজানু হয়ে একমনে ঈশ্বরের কাছে প্রার্থনারত ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বরা।

Advertisement

শোকপ্রকাশ করে সানি দেওল লিখেছেন, ‘আহমেদাবাদে বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) খবরে আমি বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে এখনও যাঁদের শরীরে প্রাণ রয়েছে, তাঁদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব তাঁদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাঁদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন।’ শোকাহত আলিয়া ভাটের মন্তব্য, ‘এটা ভয়াবহ! সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে। বিমানের সকল যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল।’ শোকবার্তা করিনা কাপুর, কার্তিক আরিয়ান, মৌনী রায়েরও। 

অক্ষয় কুমার বলছেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় যতটা হতবাক, ততটাই বাকরুদ্ধ। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।’ শোকবার্তা জ্ঞাপন করে পরিণীতি চোপড়ার মন্তব্য, ‘কী দুর্ভাগ্যজনক! এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীদের এহেন পরিণতি আর তাঁদের কষ্টটা অকল্পনীয়। এই কঠিন সময়ে ঈশ্বর সকলকে শক্তি দিন।’ ‘বিধ্বস্ত’ আহমেদাবাদের জন্য প্রাণ কাঁদছে বীর পাহাড়িয়া এবং আশিস চাঁচলানিরও। 

এদিকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে বড়সড় তথ্য প্রকাশ করেছে ডিজিসিএ। জানানো হয়েছে, বিপদের আশঙ্কা করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মে’ডে কল দিয়েছিলেন পাইলট। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। সে প্রসঙ্গ উল্লেখ করেই জাহ্নবী কাপুরের মন্তব্য, ‘আজ রাতে সব পরিবার উত্তরের অপেক্ষায় থাকবে।’ শোকবার্তায় অভিনেত্রীর সংযোজন, ‘আহমেদাবাদ থেকে উড়ানের কিছুক্ষণ বাদেই এয়ার ইন্ডিয়ার এহেন ভয়ানক বিমান দুর্ঘটনার খবরে আমি হতবাক! এই ধরনের মর্মান্তিক ঘটনায় ভাষায় শোকপ্রকাশ করা অসম্ভব। বিমানের যাত্রী, ক্রিউ মেম্বার সকলের জন্য গভীরভাবে শোকাহত।’ কঠিন সময়ে ক্ষতিগ্রস্থদের শক্তি কামনা করলেন সারা আলি খান। 

শোকবার্তা জ্ঞাপন করে করণ জোহর লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার এহেন ভয়ানক বিমান দুর্ঘটনা ভীষণ দুর্ভাগ্যজনক। এখনও পর্যন্ত হতাহতের খবর এসেই যাচ্ছে। বিমানে থাকা যাত্রীদের জন্য প্রার্থনা করছি। ওঁদের পরিবারের প্রতি সমবেদনা।’ ছাবা তারকা ভিকি কৌশলের মন্তব্য, ‘যতবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরগুলো পড়ছি, ততবার ওই ২৪২ জন যাত্রীদের কথা ভেবে আমার মন কেঁদে উঠছে। ঈশ্বর রক্ষা করুন। সকলের সেরে ওঠার জন্য প্রার্থনা করছি।’

রীতেশ দেশমুখ লিখেছেন, ‘আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে ভীষণ ভেঙে পড়েছি এবং ততোধিক হতবাকও। সমস্ত যাত্রী, তাদের পরিবারের কথা ভেবে আমি মর্মাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তাদের সকলের জন্য প্রার্থনা করছি।’ রণদীপ হুডার মন্তব্য, ‘ভীষণ হৃদয় বিদারক। ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি। উদ্ধারকারী দলের জন্য শক্তি কামনা করছি এই সময়ে যাতে যাঁরা বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁদের দ্রুত উদ্ধার করতে পারেন। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’ টলিউড তারকাদের মধ্যে এখনও পর্যন্ত শোকপ্রকাশ করেছেন ইমন চক্রবর্তী, জীতু কমল, অনীক ধর, অস্মিতা চক্রবর্তীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ