Advertisement
Advertisement
Mukul Dev's death

‘এত অল্প বয়স, বিশ্বাসই করতে পারছি না’, মুকুলের প্রয়াণে কাঁদছে বলিউড, শোকবিহ্বল ঋতুপর্ণাও

মুকুল দেবের মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না অজয়, সোনুরা।

Bollywood celebs mourn Mukul Dev's death, Rituparna mourns
Published by: Sandipta Bhanja
  • Posted:May 24, 2025 4:05 pm
  • Updated:May 24, 2025 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সাত সকালে এক দুঃসংবাদে ঘুম ভাঙল বলিউডের। প্রয়াত মুকুল দেব। ‘দেব ব্রাদার্স’কে নিয়ে বরাবরই তরুণীদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল। দাদা রাহুল দেব এবং ভাই মুকুল দেব মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিগত আড়াই দশক ধরে বিভিন্ন ধারাবাহিক, সিনেমা থেকে সিরিজে নজর কেড়েছেন। তবে শুক্রবার অনুজ মুকুল পাড়ি দিলেন চিরঘুমের দেশে। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন রাহুল দেব। শোকস্তব্ধ অভিনেতা জানিয়েছেন, আজ শনিবারই বিকেলে দিল্লিতে সম্পন্ন হবে ভাই মুকুলের শেষকৃত্য। এই কঠিন সময়ে ভ্রাতৃহারা রাহুলের পাশে দাঁড়িয়েছেন বলিমহলের একাংশ। মুকুলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অজয় দেবগন, মনোজ বাজপেয়ী, কঙ্গনা রানাউত, সোনু সুদের মতো একাধিক তারকা।

এই শোক মনোজ বাজপেয়ীর কাছে ভ্রাতৃবিয়োগের মতোই। ‘ফ্যামিলি ম্যান’ লিখেছেন, ‘আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। মুকুল আমার ভাইয়ের মতো। অভিনয় নিয়ে ওঁর প্যাশন যেরকম ছিল সেটা অন্য কারও সঙ্গে তুলনা করার মতো নয়। খুব তাড়াতাড়ি চলে গেল। এত অল্প বয়স। ওঁর পরিবার এবং আত্মীয়স্বজনের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময়ে ঈশ্বর ওঁদের শক্তি দিন। মিস ইউ মেরি জান। যতদিন না দেখা হচ্ছে তোমাকে খুব মিস করব মুকুল।’ প্রথম সিনেমার নায়কের প্রয়াণে শোকাহত সুস্মিতা সেনও। দস্তক ছবিতে মুকুলের বিপরীতে অভিনয় করেই বলিউডে পা রাখেন ব্রহ্মাণ্ডসুন্দরী বঙ্গকন্যা। 

‘সন অফ সর্দার’ সহ-অভিনেতা মুকুল দেবের মৃত্যুর খবর বিশ্বাসই করতে পারছেন না অজয় দেবগন। শোকপ্রকাশ করে লিখেছেন, ‘এখনও মেনে নিতে পারছি না। মুকুল এত তাড়াতাড়ি আর আচমকাই এমন একটা অঘটন ঘটে গেল। কঠিন সময়েও তোমাকে শান্তভাবে পরিস্থিতি সামাল দিতে দেখেছি আমি।’ মুকুল দেবের ছবি শেয়ার করে সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউতের শোকবার্তা, ‘এবার শান্তিতে ঘুমোন মুকুলজি।’ মুকুলের মৃত্যুতে শোকাহত নীল নীতিন মুকেশও। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মুকুল এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি। খুব কষ্ট হচ্ছে। অভিনেতা হিসেবে যতটা বলিষ্ঠ, ততটাই মানুষ হিসেবে ভালো। ওঁর ভাই রাহুল দেব এবং মুগ্ধ গডস এবং পুরো পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময়ে ঈশ্বর ওঁদের পাশে থাকুন।’

ভাই সম্বোধন করে হৃদয়বিদারক প্রতিক্রিয়া সোনু সুদের। অভিনেতা লিখেছেন, ভাই তুমি ছিলে একটা রত্ন। সবসময়ে তোমাকে মিস করব। রাহুল এইসময়ে শক্ত থাকো। পরিচালক হনসল মেহেতা ইনস্টাগ্রামে মুকুল দেবের ছবি পোস্ট করে লিখেছেন, বন্ধু এরকম তো কথা ছিল না। আরও কত গল্প, আরও কত হাসিঠাট্টা করা বাকি ছিল আমাদের। পরজন্মে তোমার সঙ্গে দেখা হবে বন্ধু। শোকবার্তা জ্ঞাপন করেছেন তুষার কাপুরও। চার দিন কি চাঁদনি সহ-অভিনেতার এত দ্রুত চলে যাওয়া মেনে নিতে পারেননি তিনিও। তুষারের মন্তব্য, মুকুল তোমার মতো সহ-অভিনেতা, আর এত ভালো মানুষ হয় না। ঈশ্বর তোমার পরিবারকে শক্তি দিন।

উল্লেখ্য, মুকুল নিজের কাজের পরিসর শুধু হিন্দিতেই সীমাবদ্ধ রাখেননি। একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। জিতের সঙ্গে ‘আওয়ারা’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। ঋতুপর্ণা সেনগুপ্তর ‘অভিসন্ধি’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। আর শনিবার তাঁর প্রয়াণের খবর পেয়ে শোকবিহ্বল ঋতুপর্ণাও। অভিনেত্রী জানালেন, “মুকুল দেবের আকস্মিক প্রয়াণে খুব অবাক হলাম। অনেকদিন ওঁর কোনও খবর না পেলেও জানতাম ও ভালো আছে। ভালো কাজ করছে। বেশ কয়েকবছর আগে মুকুলের সঙ্গে কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছিল আমার। ‘অভিসন্ধি’ নামে একটা ছবি করেছিলাম। সেখানে ও দ্বিখণ্ডিত সত্ত্বার এক ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছিল। আর আমি ছিলাম উকিলের চরিত্রে। আর ও ছিল আমার ক্লায়েন্ট। ওই ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলা মজুমদার, মনু ভৌমিক-সহ অনেকে। মুকুলের খবরটা শুনে সেই দিনগুলোর কথা খুব মনে পড়েছে। ওঁকে আমি বাংলাও শিখিয়েছিলাম। আমার সঙ্গে বাংলা সংলাপগুলো রিহার্স করত ও। কীরকম উচ্চারণ হবে, সেগুলো ওঁকে শিখিয়ে দিতাম। খুব সুন্দ ব্যক্তিত্ব ওঁর। পরবর্তীকালেও এক-দুবার দেখা হয়েছিল। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। শুনেছি শেষজীবনে মুকুলের মন খুব খারাপ থাকত। আশা করি, যেখানে গেছে, সেখানো যেন ওঁর মন ভালো থাকে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement