Advertisement
Advertisement
Bollywood Doting Fathers

শাহরুখ, রণবীর থেকে সইফ, শুটিং সামলে বাবার দায়িত্ব পালনেও ‘ওস্তাদ’ যে বলিউড তারকারা

সন্তানের জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কারা?

Bollywood Doting Fathers shahrukh ranbir kapur saif ali khan shahid kapoor
Published by: Arani Bhattacharya
  • Posted:June 14, 2025 3:33 pm
  • Updated:June 14, 2025 5:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের তুমুল ব্যস্ততা, রাতদিন শুটিংয়ের চাপ। তবে সবকিছু সামলেও সন্তানের প্রতি সমান দায়িত্ববান বলিউডের তারকা বাবারাও। সন্তানের বেড়ে ওঠা উপভোগ করা, সন্তানকে শাসনে-বারণে বেঁধে রাখা সবটাই পালন করেন বলিউডের এই প্রজন্মের বহু অভিনেতা বাবারা। বর্তমানে মায়েদের সঙ্গে সমানভাবে সন্তানের দায়িত্ব ভাগ করে নিয়ে একসঙ্গে পথচলার ব্যাপারে বিশ্বাসী আর পাঁচজন বাবার মতো তাঁরাও। তাই সন্তানকে সময় দেওয়া, স্কুলের অনুষ্ঠানে যাওয়া কিংবা অভিনেত্রী স্ত্রী শুটিংয়ে ব্যস্ত থাকলে নিজের কাজে বিরতি নিয়ে সন্তানের দায়িত্ব সামলানো সবটাই সমানতালে করেন। সেই তালিকায় রয়েছেন, বাদশা শাহরুখ খান থেকে নবাবপুত্র সইফ আলি খান, রণবীর কাপুর কিংবা শাহিদ কাপুর প্রমুখ। আন্তর্জাতিক পিতৃ দিবসের প্রাক্কালে বলিউডের সেই বাবাদের জার্নিটা কেমন, কীভাবে সবটা সামলান তাঁরা জেনে নেওয়া যাক।

Advertisement

অনুরাগীদের মনে তাঁর একটা নায়কোচিত রূপ সর্বদা ছাপ ফেলেছে। এখনও তার ব্যতিক্রম নয়। তিনি বলিউডের বাদশা শাহরুখ খান। তবে শুটিংয়ের ব্যস্ততা যতই থাকুক না কেন দিনের শেষে তিনি অত্যন্ত দায়িত্ববান একজন বাবা। সংসার- সন্তান সবকিছুই তাঁর কাছে আগে প্রাধান্য পায়। মেয়ে সুহানা খান ও দুই ছেলে আরিয়ান খান ও আব্রাম খানকে নিয়ে পত্নী গৌরী খানের সঙ্গে তাঁর সুখের সংসার। যেকোনও অনুষ্ঠান, তা দীপাবলিই হোক বা ইদের পরব ছেলেমেয়েদের নিয়েই আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠেন বাদশা। তাতে কোনওরকম ভাঁটা পড়ে না। আবার ঠিক সন্তানের দুঃসময়ে শত হস্ত দূরে থাকেন সেই আনন্দ-অনুষ্ঠান থেকেই। দায়িত্ববান বাবার মতোই সামলেছেন একসময়ে সন্তান আরিয়ানের উপর নেমে আসা বিপদ।

ছবি: ফেসবুক

মাদক মামলার অভিযোগে আরিয়ান যখন বারবার জেরার মুখে পড়ছেন, তদন্ত চলছে সেই মামলার ‘মন্নত’ তখন উৎসবের আবহে দীপাবলির আয়োজন থেকে অনেক দূরে। সন্তানের বিপদে উৎসবের কোনও আয়োজন করেননি কিং খান। এমন কঠিন পরিস্থিতিতে সন্তান জর্জরিত হলে আর পাঁচজন বাবার ঠিক যে অবস্থা হয় ঠিক সেভাবেই কিন্তু তখন সংবাদমাধ্যমের সামনে বারবার শাহরুখের সেই বিধ্বস্ত চেহারাটাই ফুটে উঠেছে। আবার মেয়ের প্রথম ছবির প্রিমিয়ারে ছবির প্রচারে পাশে থেকেছেন। সময়ে অসময়ে সন্তানদের শুধুমাত্র চোখের চাহনিতেই শাসন করেছেন বলিউডের বাদশা। ছোট ছেলে আব্রাম এখনও অনেকতা ছোট তাই আবদার সামলানো থেকে তাকে আগলে রাখা সবটাই সামলান গৌরীর সঙ্গে সমানতালে। নিজের কাঁধে তুলে নেন সন্তানদের দায়িত্ব।

ছবি: ফেসবুক

নবাবপুত্র সইফ আলি খান, চার সন্তানের বাবা তিনি। তাঁর ও অমৃতা সিংয়ের দুই সন্তান ইব্রাহিম আলি খান ও সারা আলি খান। অন্যদিকে করিনার সঙ্গে তাঁর দুই সন্তান তৈমুর ও জেহ। চার সন্তানের বাবা সইফ সমানতালে পালন করেন তাঁর পিতৃত্বের দায়িত্ব। অমৃতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও তার আঁচ সন্তান ইব্রাহিম ও সারার উপর আসতে না দেওয়ার যথাসম্ভব চেষ্টা যে তিনি করেন তা বলাই বাহুল্য। যে কোনও অনুষ্ঠানে একত্রিত হন সইফ ইব্রাহিম ও সারার সঙ্গে। কখনও আবার সইফকে দেখা গিয়েছে তাঁর চার সন্তনকে নিয়ে একসঙ্গে ছবিতে ধরা দিতেও। অন্যদিকে আবার মুম্বইয়ের রাস্তায় করিনার সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে দুই সন্তান তৈমুর ও জেহকে সামলাতে। বিশেষ করে জেহকে। খুদের দস্যিপানা সামলাতে বাবা সইফ হিমশিম খেলে কড়া শাসনও করেন। করিনা শুটিংয়ে থাকলে দুই সন্তানের দায়িত্ব একা হাতেই সামলান সইফ। এমনকি দুষ্কৃতি হামলার রাতেও করিনার অনুপস্থিতিতে দুই ছেলেকে একাই সামলাচ্ছিলেন তিনি বাড়িতে। কাজ যেমন জীবনের অংশ সন্তানও ঠিক জীবনের তেমনই বড় একটা অংশ। তাদের সময় দেওয়াটাও যথেষ্ট জরুরি এমনটাই মনে করেন অভিনেতা। এক সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে একথা বলেছিলেন সইফ। তাই সন্তানদের বেড়ে ওঠা চোখের সামনে দেখার সঙ্গে কোনও মূল্যেই আপোস করতে রাজি নন বলিউডের দায়িত্ববান বাবা নবাবপুত্র সইফ আলি খান।

ছবি: ফেসবুক

পর্দায় তিনি যতই ‘আলফা মেল’ হন না কেন বাস্তবে কিন্তু তিনি এক্কেবারে ছাপোষা একজন দায়িত্ববান বাবা। তিনি রণবীর কাপুর। কন্যা রাহা জীবনে আসার পর থেকেই তাঁর জীবন যে একটু একটু করে বদলেছে তা তিনি নিজের মুখেই স্বীকার করে নিয়েছিলেন। কন্যা রাহা জন্মানোর কয়েকমাসের মধ্যেই কলকাতায় নিজের ছবির প্রচারে এসেছিলেন রণবীর। তখন সেই সাংবাদিক সম্মেলনে রণবীর জানিয়েছিলেন মেয়ে খাবার খাওয়ার পর তার ঢেঁকুর তোলানোর দায়িত্ব নাকি তাঁরই। জীবনের নতুন অধ্যায় শুরু হওয়া থেকে জীবনের নতুন নতুন পাঠ নেওয়া সবটাই যে তিনি চূড়ান্ত উপভোগ করেছেন সন্তানের সঙ্গে এবিষয়ে কোনও সন্দেহ নেই। আলিয়ার সঙ্গে পরামর্শ করে ভাগ করে নিয়েছিলেন রাহা আসার পর কাজের সময়ও শুধুমাত্র মেয়েকে সময় দেওয়ার জন্য। শুধু কি তাই সম্প্রতি কান চলচিত্র উৎসবে গিয়েছিলেন আলিয়া ভাট। তারপর সেখান থেকে গিয়েছিলেন বিদেশেই এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে। নেটিজেনরা সেখানে প্রশ্ন তুলেছিলেন যে, ‘মেয়েকে রেখে দিয়ে দায়িত্বহীনের মতো ঘুরে বেড়াচ্ছেন আলিয়া’। তবে সেসবে কান না দিয়েই নিজের দায়িত্ব পালন করেছেন রণবীর। বাড়িতে মেয়েকে দেখা শোনা করেছেন তখন অভিনেতা নিজেই।

ছবি: ফেসবুক

এই তালিকায় রয়েছেন বলিউডের আরও এক দায়িত্ববান বাবা শাহিদ কাপুর। দুই সন্তান তাঁর। মিশা ও জৈন। তাদের জন্মদিন হোক বা স্কুলের অনুষ্ঠান, মীরার সঙ্গে তাতে হাজির থাকেন শাহিদ নিজেও। বাড়িতেও তিনি সমানতালে সামলান সন্তানদের দায়িত্ব। অনেকসময়েই বিভিন্ন রিয়ালিটি শোয়ে এসে তা স্বীকার করেছেন শাহিদপত্নী মীরা কাপুর। বলিউডের পছন্দের অভিনেতা শাহিদ কাপুর একজন দায়িত্ববান স্বামী তো বটেই তার পাশাপাশি একজন দায়িত্ববান বাবাও।

ছবি: ফেসবুক

অভিনেতা বরুণ ধাওয়ান। বলিউডের নতুন প্রজন্মের বাবাদের তালিকায় রয়েছেন অভিনেতাও। মেয়ের জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন বরুণ। স্ত্রী নাতাশার পাশাপাশি মেয়ের দায়িত্ব পালন করার জন্যই বিরতি নিয়েছিলেন তিনি। মেয়ে একটু বড় হওয়ার পর ফেরেন কাজে। সমাজমাধ্যমে মেয়ের কিছু ছবি পোস্ট করে বাবা-মেয়ের ভালো সময় কাটানোর মুহূর্তও ভাগ করে নিয়েছেন বরুণ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ