Advertisement
Advertisement
Ranbir Kapoor

৪৩-এ পা, জন্মদিনে রণবীরকে নিয়ে নস্ট্যালজিয়ায় ভাসল কাপুর পরিবার

ছোট্ট রণবীরের ছবি দেখে আবেগে ভাসলেন নেটিজেনরা।

bollywood hero Ranbir Kapoor's birthday celebration
Published by: Arani Bhattacharya
  • Posted:September 28, 2025 4:45 pm
  • Updated:September 28, 2025 4:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের খান সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানাতে পারে এই প্রজন্মের যে অভিনেতা তিনি রণবীর কাপুর। ‘অ্যানিম্যাল’ ছবির পর তাঁর কেরিয়ারে বৃহস্পতি যেভাবে তুঙ্গে তাতে রণবীরের থেকে রীতিমতো প্রত্যাশা বাড়ছে দর্শকের।

Advertisement

Ranbir Kapoor Makes Sure He Secures Raha's Future By VOTING For The Right Person, WATCH

এখানেই শেষ নয় আগামীতে রণবীরের মেগাবাজেট ছবি ‘রামায়ণ’ নিয়েও দর্শকের উন্মাদনার পারদ চড়ছে। রবিবার ৪৩ এ পা রখলেন রণবীর কাপুর।

Ranbir-Ramayana-1

নায়ক রণবীরের জন্মদিনে কাপুর পরিবারে সেলিব্রেশনের আমেজ। এদিন ভাই রণবীরের সঙ্গে তোলা বিভিন্ন নস্ট্যালজিক ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দিদি রিদ্ধিমা কাপুর সাহানি।

ছোট বেলায় মা-বাবা,ও ভাই রণবীরের সঙ্গে তোলা ছবির পাশাপাশি ভাইয়ের বিয়ের ছবিও ভাগ করে নিয়েছেন এদিন ঋদ্ধিমা সোশাল মিডিয়ায়।

শুভেচ্ছা জানিয়েছেন এভাবেই রণবীরকে দিদি রিদ্ধিমা। ক্যাপশনে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা, অনেক স্মৃতি ভিড় করে আসছে।’

এদিন ছেলে রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন নীতু কাপুরও। আলিয়া ও রণবীরের সঙ্গে তোলা ছবি ইনস্টাতে শেয়ার করেন নিয়েছেন নীতু কাপুর।

ক্যাপশনে নীতু লিখেছেন, ‘হ্যাপি বার্থডে আমার ভালোবাসা। তোমাকে পেয়ে আমি ধন্য।’ তবে এদিন কাপুর পরিবারের অন্দরে রণবীরের জন্মদিনের ঠিক কী আয়োজন তার ছবি প্রকাশ্যে আসেনি এখনও।

এমনকি রণবীরজায়া আলিয়া তাঁর অভিনেতা-স্বামীর জন্মদিন ঠিক কীভাবে উদযাপনের পরিকল্পনা করেছেন তা এখনও প্রকাশ্যে আসেনি। বেশ কিছুদিন আগে পর্যন্ত নিজের নতুন বাংলো ‘বাস্তু’ নিয়ে ব্যস্ত ছবিলেন এই সেলেব দম্পতি। অন্যদিকে দু’জনেই ব্যস্ত তাঁদের কাজ নিয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ