Advertisement
Advertisement
Bollywood news

বন্যাবিধ্বস্ত পাঞ্জাব! পাশে দাঁড়াতে একাধিক গ্রাম দত্তক নিলেন দিলজিৎ-এমি-সোনম

গোটা একটি গ্রাম দত্তক নিয়ে বন্যা কবলিতদের পাশে দাঁড়ালেন তারকারা।

Bollywood news Diljit Dosanjh, Ammy adopt villages, Sonam supports relief groups
Published by: Arani Bhattacharya
  • Posted:September 2, 2025 5:10 pm
  • Updated:September 3, 2025 5:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন দিলজিৎ দোসাঞ্ঝ, এমি ভির্ক ও সোনম বাজওয়ার। পাঞ্জাবে একটানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে। এই অবস্থায় গোটা একটি গ্রাম দত্তক নিয়ে বন্যা কবলিতদের পাশে দাঁড়ালেন তারকারা।

Advertisement

শোনা যাচ্ছে, স্থানীয় প্রশাসন ও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সংযুক্ত হয়ে অমৃতসরের প্রায় ১০টি গ্রাম দত্তক নিয়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ। খাবার, জল, প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন জরুরি পরিষেবার দায়িত্ব নিয়েছেন তিনি। অন্যদিকে এমি ভির্ক বন্যা কবলিত ২০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার কথা দিয়েছেন পাঞ্জাবের বাসিন্দাদের অবস্থা দেখে তিনি কার্যতই চিন্তিত। সোশাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করে এমি তাঁর উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘যাঁরা সবকিছু হারিয়েছেন বন্যায় তাঁদের পাশে দাঁড়ান। তাঁদের জীবনে আবার সবকিছু আগের মতো করে তুলতে চেষ্টা করুন।’ একইসঙ্গে সোনম বাজওয়া তাঁর অনুরাগীদের কাছে আবেদন করে বলেন তাঁরা যেন বন্যাদুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে তিন পাঞ্জাবি তারকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত মানুষদের দিকে। তাঁদের মতোই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন গিপ্পি গ্রেওয়াল, সোনু সুদ-সহ আরও অনেক তারকা। উল্লেখ্য, এমি ভির্ক ও সোনম বাজওয়ার ছবি ‘নিক্কা জৈলদার ৪’ মুক্তি এই বন্যা পরিস্থিতির জেরেই স্থগিত হয়েছে। যা ২১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল বড় পর্দায়। বন্যার জেরে এই ছবি মুক্তি আপাতত স্থগিত। যতদিন না প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে আগের অবস্থায় ফিরছে পাঞ্জাবের বন্যাকবলিত এলাকা। জনজীবন যতদিন না স্বাভাবিক না হয় ততদিন এই ছবি মুক্তি পাবে না। তবে তা নিয়ে মন খারাপ না করে একজন শিল্পীর সমাজের প্রতি যে দায়বদ্ধতা থাকে তা অক্ষরে অক্ষরে পালন করতেই ব্যস্ত পাঞ্জাবি তিন তারকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ