সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা সান্তারাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শনিবার মুম্বইয়ে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেত্রী। অভিনয় করেছিলেন হিন্দি ও মারাঠি ছবিতে। প্রয়াত অভিনেতা পরিচালক ভি শান্তারামের স্ত্রী সন্ধ্যা শান্তারামের অভিনয় জগতে পথচলা শুরু হয়েছিল ১৯৫০ সালে স্বামী ভি শান্তারাম পরিচালিত ছবির হাত ধরে।
১৯৫০ সালে পরিচালক ভি শান্তারাম যখন তাঁর ছবি ‘অমর ভূপালী’র জন্য একজন সঠিক নায়িকার সন্ধান করছেন ঠিক তখনই তিনি অভিনেত্রীকে তাঁর ছবির চরিত্রের জন্য খুঁজে পান। সেই শুরু। অষ্টাদশী সন্ধ্যা সেই ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে অভিনেত্রী-পরিচালকের সম্পর্কের গণ্ডি ছাপিয়ে তা প্রেমের সম্পর্কে রূপান্তরিত হয়। ব্যক্তিগত জীবনে প্রবেশ করেন তাঁরা। ১৯৫৬ সালে তাঁদের চারহাত এক হয়।
Saddened by the passing of legendary actress Sandhya Shantaram Ji. Her iconic roles in films like , , , and will forever be cherished. Her remarkable talent and mesmerizing dance skills have left an indelible mark on the…
— Madhur Bhandarkar (@imbhandarkar)
উল্লেখ্য, ২০ বছরের অভিনয় জীবনে বর্ষীয়ান অভিনেত্রী শুধুমাত্র পরিচালক স্বামীর ছবিতেই অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন অসামান্যা নৃত্যশিল্পী। ‘পিঞ্জরা’, ‘দো আঁখে বারাহ হাত’, ‘ঝনক ঝনক পায়েল বাজে’র মতো ছবিতে তাঁর অভিনয় মন্ত্রমুগ্ধ করে রেখেছিল দর্শককে। এদিন অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পরিচালক মধুর ভাণ্ডারকর। এক্স হ্যান্ডলে পরিচালক তাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম জীর প্রয়াণে আমি শোকস্তব্ধ। চলচ্চিত্র জগতে তাঁর অবদান দর্শক সারা জীবন মনে রাখবে। তাঁর অভিনীত বিভিন্ন আইকনিক চরিত্র চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’ এছাড়াও শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.