Advertisement
Advertisement
Bollywood News

বরাবর নিরামিষ খাবারেই দশাসই চেহারা, বডি বিল্ডার-অভিনেতা বারিন্দরের মৃত্যুতে ফের প্রশ্নে স্বাস্থ্য সচেতনতা

অভিনয় করেছেন সলমন খানের ছবিতেও।

Bollywood News: Who Was Varinder Singh Ghuman? 'Vegetarian Bodybuilder' Dies Due To Heart Attack
Published by: Arani Bhattacharya
  • Posted:October 10, 2025 9:02 pm
  • Updated:October 10, 2025 9:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন স্বনামধন্য বডিবিল্ডার বারিন্দর সিং গুমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার প্রয়াত হন তিনি। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ থেকে বিনোদুনিয়া। কারণ দুই জায়গাতেই সমানভাবে ছাপ রেখে গিয়েছেন তিনি। অভিনয় করেছেন সলমন খানের ছবিতেও।

Advertisement

খেলাধূলা ও ফিটনেসের প্রতি প্রথম থেকেই ছিল অগাধ আগ্রহ। ২০০৯ সালে বারিন্দর মিস্টার ইন্ডিয়া খেতাব জিতে নেন। পরবর্তীকালে জিতেছিলেন মিস্টার এশিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন বারিন্দর। ফিল্মি দুনিয়ায় অভিষেক হয়েছিল ২০১২ সালে পাঞ্জাবী ছবি ‘কাবাডি ওয়ানস মোর’-র হাত ধরে। এরপর অভিনয় করেছেন ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ এবং ‘মারজাওয়া’ ছবিতে। তবে এখানেই শেষ নয় পাঞ্জাবী ও হিন্দি ছবিতে কাজ করার পাশাপাশি বলিউডের সুপারস্টার সলমন খানের ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার ৩’ ছবিতেও অভিনয় করেছিলেন বারিন্দর। পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

শুধুই খেলাধুলা বা অভিনয়ের জন্যই তিনি সুপরিচিত ছিলেন এমনটা নয়। তাঁর নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাপরায়ণ জীবন এবং খাদ্যাভ্যাস মেনে চলাও অনেককে অনুপ্রাণিত করত। নিরামিষাশী ছিলেন বরাবর বারিন্দর। আর সেখান থেকেই ফের স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে তাঁর মৃত্যু ঘিরে নেটপাড়ায়। অনেকেই বলছেন খাদ্যাভ্যাস এক্ষেত্রে বড় একটা বিষয়। জা সঠিকভাবে মেনে চলা প্রয়োজন। অনেকেই আবার বলছেন নিরামিষাশী হয়ে এভাবে বডিবিল্ডার হওয়া ও প্রচুর শারীরিক কসরৎ করা একেবারেই ঠিক নয়। কাজেই বলা যায় যে বারিন্দরের মৃত্যু একাধিক প্রশ্ন তুলছে। উল্লেখ্য, আগামী ২০২৭ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পরিকল্পনাও ছিল তাঁর। সুতরাং বলা যায় জীবনে এক নয় বরং একাধিক ভূমিকায় তিনি নিজেকে সকলের সামনে তুলে ধরেছিলেন। আগামী দিনেও সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই ছন্দপতন হল। নিস্প্রদীপ হল জীবনপ্রদীপ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ