সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিরাটরা যে ইতিহাস গড়লেন তার রেশ কেবলই বাইশ গজে সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষ থেকে সিনে জগতের তারকা জয়ের আনন্দে আত্মহারা সকলেই। মঙ্গলবার আরসিবির জয়ের পর উচ্ছ্বসিত বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা। সেই আনন্দ সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁরা।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট কোহলির একটি ছবি পোস্ট করে পছন্দের দলের জয়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড তারকা রণবীর সিং।
THE WAIT IS OVER . “Ee sala cup namde!” At last! ❤️
We’ve been waiting for this day for 18 years.
A big, big congratulations to RCB! ❤️— Allu Arjun (@alluarjun)
আরসিবির এই জয়ের খবরে দারুণ খুশি দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনও। এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে ‘পুষ্পা’ লিখেছেন ‘অপেক্ষার অবসান। অবশেষে! এই জয়ের জন্য আমরা আঠারো বছর অপেক্ষা করেছি। আরসিবি টিমকে অনেক শুভেচ্ছা।’
আল্লুর নায়িকা রশ্মিকা মান্দানাও এদিন পছন্দের দলকে আইপিএলে জয়ের শুভেচ্ছা জানাতে ভোলেননি। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘জয়ের গন্ধ এখন এখানেই।’
RCB!!! Mehnat ka phal meetha hota hai – finally! Virat bhai & team, Heartily congratulations . Punjab – tough luck, played with heart and character! Respect to both sides! 🏆❤️
— sonu sood (@SonuSood)
দুই দলকেই অভিনন্দন জানিয়েছেন অভিনেতা সোনু সুদ। বিজয়ী আরসিবিকে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘আরসিবি!!! পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। বিরাট ও গোটা টিমকে অনেক শুভেচ্ছা।’ সঙ্গে পাঞ্জাবের জন্য তিনি বার্তা দিয়েছেন, ‘হাড্ডাহাড্ডি লড়াই ছিল। ভীষণ ভালো খেলেছ পাঞ্জাব। দুই দলকেই শুভেচ্ছা।’
বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের নায়ক ভিকি কৌশলও। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা কোহলির জার্সি নম্বর, ট্রফি এবং হৃদয়চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই জয়ে তিনিও অন্যান্য অনুরাগীদের মতোই উচ্ছ্বসিত।
এদিকে অজয় দেবগণের মতো সিনিয়র অভিনেতাও বিরাট ও তাঁর দলকে শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘আঠারো বছর ধরে দলের জন্য গলা ফাটাচ্ছি, অবশেষে ইতিহাস তৈরি হল। অনেক অভিবাদন বিরাট কোহলি ও টিম আরসিবিকে।’
বলিউডের ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানও বাদ যাননি। সোশাল মিডিয়ায় তিনি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অবশেষে, ১৮টা বছর পর জার্সি নম্বর ১৮।’
View this post on Instagram
বাদ যায়নি টলিপাড়াও। ক্রীড়াপ্রেমী চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই জয়ের উচ্ছ্বাসে ভেসেছেন। জয় আর বীরুর প্রসঙ্গ টেনে টিম বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.