সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন দর্শনা বণিক ও বনি সেনগুপ্ত। এই প্রথম পর্দায় জুটি হিসাবে ধরা দেবেন তাঁরা। নতুন এই ছবিতে মূলত বোনা হবে বন্ধুত্বের এক অন্য সংজ্ঞা। বলা ভালো এক অসমবয়সি বন্ধুত্বের গল্পই মূলত তুলে ধরা হবে। ছবির নাম ‘কেয়ার অফ জার্নি’। ছবিতে এক ছয়-সাত বছরের শিশুর জীবনের জার্নি দিয়ে শুরু হয় গল্প।
ছবিতে এই শিশুর চরিত্রের নাম পাটু। মা-বাবা কেউ নেই। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ঠাকুরমার সঙ্গে থাকে সে। মা মারা গিয়েছে আর তারপর একদিন বাবাও তাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু বাবাকে একবার চোখের দেখা দেখতে চায় সেই সহজসরল শিশুটি। গরমের ছুটিতে একদিন কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। একা একাই চলে আসে অজানা-অচেনা শহরে। আর সেখানে এসে পাটু আরও সন্দিহান হয়ে পড়ে। কী করবে সে বুঝে উঠতে পারে না।
এমন সময় তার সঙ্গে দেখা হয় বামার। এই বামা চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। বয়সে অনেক বড় বামার সঙ্গেই ধীরে ধীরে পাটুর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরই মাঝে আরও একজনের সঙ্গে বামা ও পাটুর দেখা হয়। সেই চরিত্রের নাম রুমেলা। রুমেলা চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে। বামা ও পাটুর সঙ্গে এক হয়ে রুমেলাও পাটুর বাবাকে খুঁজতে শুরু করে। এখান থেকে শুরু হয় এক অসমবয়সী বন্ধুত্বের গল্প। বামা আর রুমেলা, পাটুকে সঙ্গে নিয়ে কি পাটুর বাবাকে খুঁজে পাবে? এরপর কোনদিকে মোড় নেবে ‘কেয়ার অফ জার্নি’ ছবির গল্প । বনি সেনগুপ্ত ও দর্শনা বণিক ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বনি-দর্শনা ছাড়াও তৃষাণজিৎ চৌধুরী প্রমুখ। ছবি পরিচালনায় করছেন প্রতীক সরকার। খুব শিগিগিরি শুরু হবে এই ছবির শুটিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.