Advertisement
Advertisement

বলিউডে বনি সেনগুপ্ত! কোন অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেন?

দূরে গিয়ে কাছে আসার এই গল্প বলবে 'কাইসে বাতায়েঁ' মিউজিক ভিডিওটি।

bonny sengupta in new music video of bollywood

ছবি: সংগৃহীত

Published by: Arani Bhattacharya
  • Posted:June 7, 2025 5:40 pm
  • Updated:June 7, 2025 5:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় যখন একের পর এক নামী পরিচালকের হাত ধরে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন দর্শককে, তখন প্রেমিক বনি সেনগুপ্তের বক্সঅফিসে ভাঁটা। 

টলিউড, ওড়িয়া ইন্ডাস্ট্রিতে নিজের ফিল্মি কেরিয়ারে নিজের ভাগ্য নির্ধারণ করার পর এবার বলিউডে বনি সেনগুপ্ত। জুটি বাঁধলেন অভিনেত্রী স্নেহা বসুর সঙ্গে। তবে কোনও ছবি বা সিরিজ নয় বলিউডের একটি মিউজিক ভিডিওতে কাজ করলেন অভিনেতা। হিন্দি কোনও সিরিজ বা ছবিতে কাজের সুযোগ পাননি সেখানে অভিনেতা। যদিও এর আগে নিজেকে টলিউডের ‘লিডিং মোস্ট সুপারস্টার দাবি করে চূড়ান্ত ট্রোলড হয়েছিলেন বনি। অন্য এই প্রথম তাঁদের জুটি হিসাবে পেলেন দর্শক। বনি-স্নেহা জুটির এই নতুন মিউজিক ভিডিও ‘কাইসে বাতায়েঁ’ মুক্তি পেল শনিবার, ৭জুন। আদ্যোপান্ত রোমান্টিক এই মিউজিক ভিডিওটি পরিচালনা রয়েছেন রানা আচার্য্য। পরিচালনার পাশাপাশি তিনিই এই ভিডিওর সুরকার ও গীতিকার। এই মিউজিক ভিডিওর হাত ধরে এই প্রথম জুটিতে দর্শক দেখতে পাবেন অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী স্নেহা বসুকে।

এই ভিডিওর গানের প্রতিটি লাইনে রয়েছে ভালোবাসার কথা। কলকাতার বুকে দুজন অচেনা মানুষ একে অপরের প্রেমে পড়েন। এই ব্যস্ত শহরের কোলাহলের মাঝে তাদের হঠাৎ হঠাৎ দেখা হতে হতে গড়ে ওঠে এক নিঃশব্দ টান। যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। প্রতিটা মুহূর্তে তারা একে অপরকে একটু একটু করে চিনতে শেখে,জানতে শেখে আর জড়িয়ে পড়ে একটু একটু করে ভালোবাসার বাঁধনে। কিন্তু জীবনে সবসময় যা চাওয়া হয় তা পাওয়া হয়ে ওঠে না। আর তাই এই ভালোবাসার গল্পেও দূরত্ব আসে।

শ্রেয়া বসু ও বনি সেনগুপ্ত, ছবি: সংগৃহীত

তবে জীবনের নানা ওঠাপড়ায় সময়ই শেষ কথা বলে। তা তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিওতেও। খারাপ সময়ের শেষে ভালো সময়ের হাত ধরে কাছাকাছি আসে পর্দায় বনি ও স্নেহা। সম্পর্কের ভিত মজবুত হয় তাদের। দূরে গিয়ে কাছে আসার এই গল্প ‘কাইসে বাতায়েঁ’ মিউজিক ভিডিওটিতে গানের সুরে বাঁধা হয়েছে। গানটির শুটিং হয়েছে কলকাতাতেই। নতুন এই কাজ প্রসঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত জানিয়েছেন, “খুব ভালো একটা গান দর্শক উপহার পাবেন। বলিউডের এই রকম গানে স্নেহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। প্রেমের গানে রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষ দারুণ। সঙ্গে পরিচালক রানা আচার্য্য ও “নর্থ স্টার ফিল্ম এন্ড মিউজিক” এর সাথে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। আশা করছি গানটা সবার ভালো লাগবে”।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement