ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালিতে ভালোবাসার ভেলা ভাসালেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। একাধিকবার তাঁদের বিচ্ছেদের নানা জল্পনা তৈরি হলেও তাতে বারবার জল ঢেলে দিয়েছে তারকা জুটি। আর এ যেন তারই প্রমাণ। জন্মদিনের সেলিব্রেশনের পর্ব মিটিয়ে বনির সঙ্গে শহর ছেড়ে সোজা বালি উড়ে গিয়েছেন কৌশানী ছুটি কাটাতে। আর সেখানেই তাঁদের ভালোবাসায় মোড়া নানা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। শহর থেকে দূরে গিয়ে তাঁরা যে একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছেন সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
শহরে জন্মদিনের উদযাপন সেরে এবার কি তাহলে বিদেশে জন্মদিনের সেলিব্রেশন করছেন কৌশানী? অর্থাৎ যাকে কিনা বলে ‘পোস্ট বার্থডে’ সেলিব্রেশন! আসলে দুর্গাপুজোর মতোই নাকি নিজের জন্মদিন পালন করতে ভালোবাসেন অভিনেত্রী। এমনটা তিনি নিজে মুখেই জানিয়েছিলেন। আর তার নানা ঝলকও দেখেছেন দর্শক। শুটিং ফ্লোর থেকে প্রিয়জনদের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশন, সবকিছুতেই মেতে উঠেছেন কৌশানী। তবে সাম্প্রতিককালে তাঁর ও বনির বিচ্ছেদের জল্পনা জোরাল হয় কৌশানীর ছবি ‘কিলবিল সোসাইটি’র প্রিমিয়ার থেকেই। কৌশানীর সেই ছবির প্রিমিয়ারে আসেননি বনি। কানাঘুষো শোনা যায় যে তাঁদের নাকি সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে তাঁরা যে বেশ সুখেই রয়েছেন তারই প্রমাণ দিলেন অভিনেত্রী।
View this post on Instagram
মা চলে যাওয়ার পর থেকে বাবা, বনি ও হবু শ্বশুর-শাশুড়িকে নিয়েই কৌশানীর জগত। তাই হবু বউমার জন্মদিনে তাঁর বিশেষ দিনকে আরও বিশেষ করে তোলার চেষ্টায় কোনও খামতি রাখেননি পিয়া সেনগুপ্ত। অন্যদিকে কৌশানীর এখন ভীষণরকম ব্যস্ততা। গত পুজোয় ‘বহুরূপী’ থেকে চলতি বছরের শুরুতে ‘কিলবিল সোসাইটি’। নতুন সাফল্যের মুখ দেখেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ছুটি কাটিয়ে শহরে ফিরে ফের কাজে মনোনিবেশ করবেন অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.