সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলার প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্কে সলমন খানের (Salman Khan) ‘রাধে’ সিনেমাা। টুইটারে ছবিটি বয়কটের ডাক দিলেন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অনুরাগীরা। ট্রেন্ডিং ‘বয়কট রাধে’ (Boycott Radhe) হ্যাশট্যাগ।
১৩ মে ‘হাইব্রিড রিলিজ’ হবে ‘রাধে’র। অর্থাৎ সিনেমা হলের দর্শকদের পাশাপাশি ‘জি প্লেক্স’ (Zee Plex) এবং ‘জি ফাইভ’ (ZEE5) ওয়েব প্ল্যাটফর্মেও দেখা যাবে ছবিটি। তার আগে বৃহস্পতিবার সকাল এগারোটায় ছবির ট্রেলার প্রকাশ করেন সলমন খান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ লক্ষেরও বেশি মানুষ ইউটিউবে ট্রেলারটি দেখে ফেলেছেন। প্রায় ৪০ লক্ষ মানুষ আবার অপছন্দও করেছেন।
এরই মধ্যে নেটদুনিয়ার সিনেমার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। কেউ লিখেছেন, “সলমন খান কেরিয়ার নষ্ট করার জন্য বিখ্যাত এবং সুশান্তের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অরিজিৎ সিং, বিবেক ওবেরয়, অভিনব কশ্যপদের কেরিয়ারও শেষ করার চেষ্টা করেছেন সলমন।” কেউ আবার বলিউডের ‘মাফিয়া’দের শিক্ষা দিতে ‘রাধে’ বয়কটের ডাক দিয়েছেন। এমনই অনেক টুইট করা হয়েছে ‘রাধে’র বিরুদ্ধে।
Salman Khan is known to destroy careers and Sushant was no exception. In the past, he tried to destroy the careers of Arijit Singh, Vivek Oberoi, Abhinav Kashyap and several others.
1/2
— KIZIE #JusticeForSushantSinghRajput (@Sushantify)
If u want to teach a lesson 2 Bollywood Mafia then,
BOYCOTT everything link wiz Selmon🚫
we have 2 make history
Radhe should be the most dislike trailer of this world 🤒
NO SUSHANT NO BOLLYWOOD 🔥
— @therealpshraddha_ (@iamshraddhapanj)
Don’t forget what did with our . We can’t spare him like this, we all are aware about his crimes.
SSR Digital Data Tampered
— Insaaf 4 Sushi 🦋 ✪ (@BirthdaySushi)
যদিও এবিষয়ে সলমন বা তাঁর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেওয়া হয়নি। প্রভু দেবা (Prabhu Deva) ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সলমন। বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন দিশা পাটানি (Disha Patani)। ভিলেনের ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা (Randeep Hooda)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ, সুধাংশু পাণ্ডে, গৌতম গুলাটি, দর্শন জারিওয়ালা। একটি গানে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.